Sawasdee PM Modi: রাম ও বুদ্ধর সঙ্গে দু’দেশেরই যোগ, থাইল্যান্ডে এসে ভারতের স্বাদ পাই: প্রধানমন্ত্রী

Bangla Editor | News18 Bangla
Updated:Nov 02, 2019 08:14 PM IST
Sawasdee PM Modi: রাম ও বুদ্ধর সঙ্গে দু’দেশেরই যোগ, থাইল্যান্ডে এসে ভারতের স্বাদ পাই: প্রধানমন্ত্রী
Photo Courtesy: PM Narendra Modi/Official Twitter Handle
Bangla Editor | News18 Bangla
Updated:Nov 02, 2019 08:14 PM IST

#ব্যাঙ্কক: আসিয়ান সামিটে যোগ দিতে থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ, শনিবার ব্যাংককে থাকা ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ দু’দিনের সফরে থাইল্যান্ডে গিয়েছেন মোদি। ব্যাংককে ‘Sawasdee PM Modi’ অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘থাইল্যান্ডে থাকা ভারতীয়দের ছট পুজোর অনেক শুভেচ্ছা ৷ থাইল্যান্ড-ভারতের যোগাযোগ অনেকদিনের ৷ এখানে এসে সবসময় ভারতের স্বাদ পাই ৷ সংস্কৃতিতেও দু’দেশের প্রচুর মিল রয়েছে ৷ থাইল্যান্ড-ভারতের ঐতিহাসিক সম্পর্ক ৷ রাম ও বুদ্ধর সঙ্গে দু’দেশেরই যোগ রয়েছে ৷ ’’

Loading...

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘ বিশ্বে ভারতীয়দের সম্মানে আমার গর্ব হয় ৷ আমি ভারতের ছেলে ৷ ১৩০ কোটি ভারতীয় ‘নিউ ইন্ডিয়া’ তৈরি করছেন ৷ ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ৷ এবার লোকসভা ভোটে ৬০ কোটি মানুষ ভোট দিয়েছেন ৷ সেখানে মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের প্রায় সমান সমান ছিল ৷ ’’

প্রধানমন্ত্রী এদিন ব্যাংককে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ছট পুজোর শুভেচ্ছাও জানান। তিনি বলেন, “আমার মনেই হচ্ছে না আমি বিদেশে আছি। এখানকার আবহ, মানুষজন সব কিছুকে সঙ্গে নিয়েই আমার মনে হচ্ছে আমি যেন ভারতেই আছি।”

First published: 07:47:05 PM Nov 02, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर