• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সব রেকর্ড ভেঙে চুরমার, ৩০ বছর পর মাইনাস ৮.৮, শ্রীনগর দেখল শীতলতম রাত

সব রেকর্ড ভেঙে চুরমার, ৩০ বছর পর মাইনাস ৮.৮, শ্রীনগর দেখল শীতলতম রাত

Srinagar Records Coldest Night After 30 Years

Srinagar Records Coldest Night After 30 Years

শীতের ঝোড়ো ব্যাটিংয়ে ভূ-স্বর্গ কাশ্মীরে যাবতীয় রেকর্ড ভেঙে তছনছ হয়ে গেল এই মরসুমে৷ শ্রীনগর দেখল শীতলতম রাত৷ তাপমাত্রা নামতে নামতে এসে দাঁড়াল মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে৷

 • Share this:

  #শ্রীনগর: শীতের ঝোড়ো ব্যাটিংয়ে ভূ-স্বর্গ কাশ্মীরে যাবতীয় রেকর্ড ভেঙে তছনছ হয়ে গেল এই মরসুমে৷ শ্রীনগর দেখল শীতলতম রাত৷ তাপমাত্রা নামতে নামতে এসে দাঁড়াল মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে৷ গত ৩০ বছরে এমনটা দেখেনি জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী৷

  জম্মু-কাশ্মীর ও লাদাখের আবহাওয়া দফতরের আধিকারিক সোনম লোটাস সংবাদ সংস্থা এএনআইকে বলছেন, " ১৯৯১ সালে শ্রীনগরের তাপমাত্রা ছিল রেকর্ড মাইনাস ১১.৮৷ ঠিক ৩০ বছর পর তাপমাত্রা মাইনাস ৮.৮ ডিগ্রি৷ এই মরসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা এটি৷ আজ থেকে জম্মু-কাশ্মীর ও লাদাখে তাপমাত্রার লক্ষ্যণীয় উন্নতি দেখা যাবে৷"

  গত ২১ ডিসেম্বর থেকে কাশ্মীরে শুরু হওয়া বরফ পড়ার উৎসব "চিলাই-কালান" শেষ হল রবিবার। জম্মু-কাশ্মীরের ৪০ দিনের ভয়ানক শীতের সময়কেই চিলাই-কালান বলে মানুষ চেনে৷ এরপর আসছে ২০ দিনের "চিলাই খুর্দ'' (অল্প সময়ের ঠান্ডা), তারপর ১০ দিনের "চিলাই-বাচ্চা" (আরও কম সময়ের ঠান্ডা)৷ ঘনঘন তুষারপাত শৈত্যপ্রবাহের দাপট এখনও অব্যাহত থাকবে বলেই আগে জানিয়েছিলে হাওয়া অফিস৷ তবে এবারের চিলাই-কালানের স্মৃতি বহুদিন বরফ রাজ্যের বাসিন্দাদের মনে থেকে যাবে৷ রেকর্ড ঠান্ডা দেখল এবার কাশ্মীর৷

  এবার কাশ্মীরের বাকি অঞ্চলের তাপমাত্রার দিকেও একটু চোখ রাখা যাক৷ পেহলগাম (মাইনাস ১২.০), গুলমার্গ (মাইনাস ৮.০), লেহ-লাদাখ (মাইনাস ১৬.৬), কার্গিল (মাইনাস ১৭.৪), দ্রাস (মাইনাস ২৬.২), জম্মু (মাইনাস ৫.৮), কাটরা ( মাইনাস ৫.৪), বাতোতে (মাইনাস ১.১) বন্নিহাল (মাইনাস ১.১) ও ভদেরা (মাইনাস ১.৫ ডিগ্রি)

  Published by:Subhapam Saha
  First published: