#বাঁকুড়া: বর্ষার শুরুতেই হড়পা বানে তলিয়ে মৃত্যু হল দুই মহিলার । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হীড়বাঁধ থানার বেঞ্চাবনি গ্রামের কাছে শিলাবতী নদীতে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতা দুই বৃদ্ধা অন্যান্য দিনের মতোই সোমবার সকালে শিলাবতী নদী পেরিয়ে পার্শ্ববর্তী ইন্দপুর থানা এলাকার রঘুনাথপুর কয়াবাইদ এলাকায় অন্যের জমিতে জনমজুর হিসাবে কাজ করতে যাচ্ছিলেন । নদী পেরোনোর সময় আচমকাই নদীতে হড়কা বান আসে । কিছু বুঝে ওঠার আগেই বানের জলে তলিয়ে যান দুই বৃদ্ধা ।
বিষয়টি নজরে আসে নদীর পাড়ে থাকা ওই গ্রামেরই এক ব্যক্তির । তিনি তৎক্ষণাৎ বিষয়টি গ্রামের মানুষকে জানান । এরপর স্থানীয় গ্রামবাসীরা নদীর বুকে তল্লাশি শুরু করে । দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর ঘটনাস্থলের অদূরে নদীর জল থেকে ওই দুই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বৃদ্ধার নাম লারি বাউরী ও কাঞ্চনা বাউরী । এ দিন একসঙ্গে দুই বৃদ্ধার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । পরে হিরবাঁধ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় । ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয় ।
তথ্য সূত্রঃ মৃত্যুঞ্জয় দাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Flash Flood