হোম /খবর /দেশ /
সেনার মুকুটে নয়া পালক, ওড়িশার উপকূলে সফল উৎক্ষেপন নতুন মিসাইল ‘অস্ত্র’-এর

Astra Air-to-Air Missile: সেনার মুকুটে নয়া পালক, ওড়িশার উপকূলে সফল উৎক্ষেপন নতুন মিসাইল ‘অস্ত্র’-এর

পূর্ববর্তী পরীক্ষার ছবি

পূর্ববর্তী পরীক্ষার ছবি

Astra Air-to-Air Missile: ওড়িশার উপকূলে মঙ্গলবার এই সফল উৎক্ষেপন করা হয়৷

  • Share this:

নয়াদিল্লি: ভারতীয় সেনার মুকুটে নয়া পালক৷ এয়ার টু এটয়ার মিসাইল অস্ত্র-এর সফল উৎক্ষেপন করল ভারতীয় সেনা৷ ওড়িশার উপকূলে মঙ্গলবার এই সফল উৎক্ষেপন করা হয়৷

ভারতীয় সেনার তরফ থেকে বলা হয়েছে, সু-৩০এমকেআই যুদ্ধ বিমান থেকে এই মিসাইলের সফল উৎক্ষেপন করা হয়েছে৷ এটি ১০০ কিলোমিটার দূরে থাকা যে কোনও লক্ষ্যবস্তুতে নির্ভূল আঘাত হানতে পারে৷ ভারতীয় সেনার হাতে থাকা এলসিএ তেজস মার্কওয়ানএ যুদ্ধ বিমানের মধ্যে এটিকে ব্যবহার করা যাবে৷ এ ছাড়া উন্নত মিগ-২৯ যুদ্ধ বিমানেও এটিকে ব্যবহার করা সম্ভব৷

Published by:Uddalak B
First published:

Tags: Indian Army