#নয়াদিল্লি: পাঁচ রাজ্যে ভোট চলছে (5 State Assembly Election 2021) ৷ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পদুচেরিতে ভোটদের বুথে গিয়ে ভোটদানের জন্য আবেদন জানালেন গান্ধি ভাই-বোন (Rahul Gandhi) রাহুল ও প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) ৷ পূর্বের রাজ্যগুলির থেকে কংগ্রেসের (Congress) নজর বেশি রয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে৷ একই সঙ্গে আজই প্রথম ও শেষ দফার ভোট (Single Phase Vote in Tamil Nadu, Kerela, Puducherry) রয়েছে তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে৷ তাই এই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষদের ভোট দানের কথা উল্লেখ করেন প্রিয়াঙ্কা৷ ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার ক্ষেত্রে ভোটদান জরুরি, ট্যুইটে তা উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা৷ অন্যদিকে ভোটারদের উদ্বুদ্ধ করতে রাহুল গান্ধিও ট্যুইট করেন৷ সকল ভোটাদরে ভোটদানের (Cast Vote) জন্য উৎসাহ দেন তিনি৷ ভোটের নিরিখে ঠিক হবে রাজ্যের শাসন ক্ষমতা কার হাতে যাবে৷ তাই ভোট দিয়ে সেই ব্যক্তি বা সেই দলকে মসনদে নিয়ে আসার দায়িত্ব সাধারণ মানুষের৷ এমনই বার্তা রাহুলের৷
Do cast your votes today- India is counting on you. #Elections2021
— Rahul Gandhi (@RahulGandhi) April 6, 2021
As polling begins in Kerala, Tamil Nadu and Puducherry, I request my sisters and brothers to go out and vote in large numbers and ensure a strong, progressive and prosperous future for themselves.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 6, 2021
একইভাবে ভোটের দিন সকালে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Election 2021)৷ তিনি আবেদন করেছেন সাধারণ নাগরিকদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য৷ গণতন্ত্রকে আরও শক্তিশালী করার কথা উল্লেখ করেছেন দেশের প্রধানমন্ত্রী৷ তিনি বিশেষ জোর দিয়েছেন কম বয়সি ভোটারদের প্রতি৷ তারাই দেশের ভবিষ্যৎ৷ তাঁদের হাত ধরেই আগামিদিনে উন্নয়নের পথে হাঁটবে দেশ৷ ট্যুইটে এই বার্তাই দিতে চেয়েছেন মোদি৷ আঞ্চলিক ভাষায় ট্যুইট করে তিনি সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করেছেন৷
Elections are taking place in Assam, Kerala, Puducherry, Tamil Nadu and West Bengal. I request the people in these places to vote in record numbers, particularly the young voters.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
আজ, মঙ্গলবার, ৬ এপ্রিল ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে৷ তৃতীয় পর্বের ভোটগ্রহণ পশ্চিমবঙ্গ (West Bengal Assembly Election 2021) এবং অসমে (Assam)। তামিলনাড়ু, (Tamil Nadu) কেরল (Kerala) এবং পুডুচেরিতেও (Puducherry) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এই তিনটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এক দফাতেই ভোট৷ অন্যদিকে, অসমে আজ তৃতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলায় ১০, ১৭, ২২, ২৬ এবং ২৯ এপ্রিল হবে পরবর্তী ভোট। সব রাজ্যের ফলাফল ঘোষণা হবে ২ মে৷ভোটগ্রহণকে সামনে রেখে সব রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। করোনার বাড়বাড়ন্তের মধ্যে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনও এব্যাপারে বিশেষ ব্যবস্থা করেছে। ২৬ ফেব্রুয়ারি ৫ রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণার সময় কমিশন জানিয়েছিল যে, এটি করোনার বিধিনিষেধ অনুসরণ করার জন্য বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Priyanka Gandhi, Rahul Gandhi, West Bengal Assembly Elections 2021