#শিলচর: অসমে বন্যা পরিস্থিতি ক্রমে আরও খারাপ হচ্ছে। এখনও পর্যন্ত ২৫ লক্ষ মানুষ এই বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও পর্যন্ত ২ হাজার ৮৯৪টি গ্রাম ও ২৭টি জেলা বন্যার কবলে পড়েছে। মৃত্যু হয়েছে ১২১ জনের। পরিস্থিতির খবর যা পাওয়া গিয়েছে, তাতে গোটা শিলচর শহর জলের তলায় চলে গিয়েছে। অনেকের কাঁচা বাড়ি কার্যত ধুয়ে চলে গিয়েছে। নেই খাবার, নেই জলও। পানীয় জলের অভাবে দিশেহারা মানুষ ধরে রাখতে চেষ্টা করছেন নদী, নালার জল। সেই জলই ফুটিয়ে বা কোনওরকমে শুদ্ধ করে খেতে চেষ্টা করছেন তাঁরা।
আরও পড়ুন: বছরের আয় ১.৮৪ কোটি টাকা! আইআইআইটি-দিল্লির প্লেসমেন্টের সর্বোচ্চ রেকর্ড
অসমের বাসুদেব নগরের বাসিন্দা, উত্তম ঘোষ নিউজ১৮-কে জানিযেছেন, ‘‘প্রায় সমস্ত সম্পত্তি, খাবার, সব কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে বন্যার জল। এক সপ্তাহ ধরে আমাদের প্রচণ্ড খিদের জ্বালায় দিন কাটাতে হচ্ছে। শুধু বিস্কুট খেয়ে আছি, স্থানীয় কোনও কোনও এনজিও আমাদের খাবার দিয়ে সামান্য সাহায্য করছে। এই এলাকায় ৪০০-এর বেশি মানুষ রয়েছেন, আমাদের এখন নদী-নালায় ভেসে আসা জলই খেতে হচ্ছে।’’
অপর এক বাসিন্দা সিমি দেব বলেছেন, ‘‘আমার সন্তান অসুস্থ। তবু তাকে বন্যার জল খাইয়েই বাঁচিয়ে রাখতে হচ্ছে। সে যে বিছানায় শুয়ে আছে, সেই বিছানার তলা দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। খাবার নেই, আমাদের হাতে কোনও সাহায্যও পৌঁছে দেয়নি কেউ। খাবারের সন্ধানে সামান্য ১০০-২০০ মিটার যেতে আমাদের থেকে ১০০০ টাকা চাইছে বোটিং সংস্থা। এখানে কোনও এনডিআরএফ নেই। এখনও পর্যন্ত কোথাও কোনও খাবারের সন্ধান নেই’’।
ইতিমধ্যে শিলচরে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানে নিজেও তিনি গিয়েছেন। এই নিযে দ্বিতীয়বার শিলচরের শরণার্থী শিবিরে উপস্থিত হলেন হিমন্ত বিশ্বশর্মা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam