#চেন্নাই: দেশ জুড়ে চলছে লকডাউন । আর সেই লকডাউনের জেরেই বন্ধ সমস্ত যোগাযোগ ব্যবস্থা । বিশেষজ্ঞরা বারবার বলছেন এই মারণ ভাইরাসকে রুখতে এছাড়া গতি নেই । কিন্তু লকডাউনের জেরে দেশ জুড়ে সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ । নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে আটকে পড়েছেন অনেকে । পরিযায়ী শ্রমিকরাও প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছেন । আর বিপদে পড়েছেন অন্য রাজ্যে বেড়াতে যাওয়া বা চিকিৎসা করতে যাওয়া মানুষজন ।এমনই ঘটনা ঘটেছে অসমের এক রোগীর পরিবারের সঙ্গে । চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন তাঁরা। ৪ মার্চ, হার্টের সমস্যা নিয়ে ট্রেনে করে চেন্নাই গিয়েছিলেন অসমের এক স্কুল শিক্ষক । আর তাঁর পরিবার। মাঝে লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় সেখানেই আটকে পড়েন । কিছুতেইফিরতে পারছিলেন না তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ambulance, Assam patient