• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Assam NRC: পদবি বিভ্রাটে স্বামীকে হারিয়ে ৩ বছর বাদে পরিচয় ফিরে পেলেন অসমের মধুবালা

Assam NRC: পদবি বিভ্রাটে স্বামীকে হারিয়ে ৩ বছর বাদে পরিচয় ফিরে পেলেন অসমের মধুবালা

ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ NRC Cartoon by Mir Suhail)

ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ NRC Cartoon by Mir Suhail)

 • Share this:

   #অসম: কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। অসমের মধুবালা অবশ্য জীবিত অবস্থাতেই প্রমাণ করলেন তাঁর পদবি দাস নয় মণ্ডল। তবে মাঝখান থেকে এই পদবি বিভ্রাট কেড়ে নিল তাঁর তিনটি বছর। চিরদিনের মত হারিয়ে ফেললেন স্বামীকেও।

  কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে কেটে গেছে দীর্ঘ তিন বছর। তিন বছর আগে ২০১৬ সালে পুলিশ এসেছিল চিরাং জেলার বিষ্ণুপুর গ্রামে। তারা খুঁজছিল মধুবালা দাসকে। হাতের সামনে পাওয়া গেল এক মধুবালাকে। এতই তাড়া ছিল পুলিশের যে খতিয়ে দেখাও হল না এ মধুবালা সে মধুবালা নয় যাঁর নাগরিকত্ব নিয়ে সন্দেহ। যাঁকে তারা নিয়ে গেল তিনি মধুবালা মণ্ডল। মধুবালা দাস নন। পুলিশকে বোঝাবার চেষ্টা হল বিস্তর । কিন্তু নিজেদের ভুল স্বীকার বলে কথা। এত সহজে কি তা হয়? তদন্ত করতেই কেটে গেল তিন তিনটি বছর।

  লম্বা লড়াই। মধুবালা মণ্ডল যে ৫৯ বছর আগে যে এ দেশেই জন্মেছিলেন তা প্রমাণের লড়াই করতে করতে মারা গেলেন তাঁর স্বামী রমাকান্ত মণ্ডল। তিনি ডিটেনশন ক্যাম্পে,বাইরে অসহায় তাঁর মূক ও বধির মেয়ে। অবশেষে তিন বছর পর প্রমাণ হল ভুলটা পুলিশের ছিল। পদবি বিভ্রাট কাটিয়ে অবশেষে মুক্তির আকাশ দেখলেন মধুবালা মণ্ডল।

  First published: