#অসম: রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা লাফিয়ে বাড়ছে৷ তাই লকডাউন উঠে গেলে রাজ্যে প্রবেশ করার জন্য পারমিটের ব্যবস্থা চালু করতে পারে অসম৷অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এ দিন একটি সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেছেন৷
এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলের চার রাজ্য মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে বাইরে থেকে কেউ প্রবেশ করতে গেলে ইনার লাইন পারমিট দেখাতে হয়৷ নির্দিষ্ট সময় পর্যন্ত ওই রাজ্যগুলিতে থাকার জন্য সেখানকার সরকারই এই পারমিট প্রদান করে৷ তবে অসমে প্রবেশ করার জন্য ঠিক কোন ধরনের পারমিটের কথা সেখানকার রাজ্য সরকার ভাবছে, সে বিষয়ে হেমন্ত বিশ্বশর্মা কিছু বলেননি৷
অসমে যে ২৫ জনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে তার মধ্যে ২৫ জনের ক্ষেত্রেই তবলিঘি জামাতের যোগ পাওয়া গিয়েছে৷ ওই ধর্মীয় অনুষ্ঠানে যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁদের নিজে থেকে এগিয়ে এসে করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছে অসম সরকার৷ সোমবারের মধ্যে নিজে থেকে সামনে না সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Coronavirus in India, COVID-19