• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • অসমে বিষমদে মৃত বেড়ে ১১০, মৃতদের পরিবারকে ২ লক্ষের ক্ষতিপূরণ

অসমে বিষমদে মৃত বেড়ে ১১০, মৃতদের পরিবারকে ২ লক্ষের ক্ষতিপূরণ

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 • Share this:

  #গুয়াহাটি: অসমে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এখনও পর্যন্ত বিষক্রিয়ায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ১১০ ৷ বিষমদে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে সরকার ৷

  ঘটনাটি ঘটেছে অসমের গোলাঘাট, জোরহাটে ৷ মৃতদের মধ্যে সকলেই চা শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে ৷

  ঘটনাটি নিয়ে সরব হয়েছেন জোরহাটের সাংসদ ও টি ট্রাইব সম্প্রদায়ের প্রতিনিধি কামাখ্যা প্রসাদ তাসা । তিনি জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত দূর্ভাগ্যজনক ও অসমের চা শিল্পে এই ঘটনা বেদনাদায়ক । তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পবন সিং ঘটনার জন্য বিজেপি সরকারকে দায়ী করেছেন । তিনি জানিয়েছেন চা বাগানে বেআইনী মাদক দ্রব্য সরবরাহ নিয়ে সরকার সঠিক পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার ।

  First published: