#কলকাতা: স্কুলে গেলেই প্রতিদিন পাওয়া যাবে ১০০ টাকা করে৷ মেয়েদের আরও বেশি করে স্কুলমুখী করতে এমনই পরিকল্পনা করেছে অসম সরকার৷ স্কুল ছাত্রীদের পাশাপাশি কলেজ ছাত্রীদেরও এ ভাবে উৎসাহিত করা হবে৷ খুব শিগগিরই এই প্রকল্প কার্যকর করবে অসম সরকার৷
রবিবারই এই ঘোষণা করেছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ এর পাশাপাশি তিনি জানিয়েছেন, জানুয়ারি মাসের মধ্যে স্নাতক এবং স্নাকোত্তর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাক্রমে ১৫০০ এবং ২০০০ টাকা করে জমা করে দেবে রাজ্য সরকার৷ বই কেনার জন্যই এই অর্থ দেওয়া হবে৷
নির্বাচনের আগে ছাত্রছাত্রীদের মন জয়ে রীতিমতো কল্পতরু হয়েছে অসমের বিজেপি সরকার৷ গত বছর প্রথম বিভাগে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করা ছাত্রীদের হাতে মোটরবাইক তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী৷ ফেব্রুয়ারি মাসে আরও ১৫০০০ ছাত্রীকে স্কুটার তুলে দেওয়া হবে৷ হিমন্ত বিশ্বশর্মার দাবি, যদি ১ লক্ষ ছাত্রীও প্রথম বিভাগে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে, তাহলেও তাদের প্রত্যেককে মোটরবাইক দেবে সরকার৷ ২০২০ সালে পাশ করা ২২,২৪৫ জন ছাত্রীকে মোটরবাইক দেওয়ার জন্য ১৪৪ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।