#গুয়াহাটি: ঘোষিত হল অসমের দ্বাদশ শ্রেণীর রেজাল্ট৷ Assam Higher Secondary Education Council-এর পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় ফলাফল ঘোষণা করা হয়৷ কলা বিভাগে পাশের হার ৭৮.২৮ শতাংশ, বিজ্ঞান বিভাগে ৮৮.০৬ শতাংশ এবং কমার্সে পাশের হার ৮৮.১৮ শতাংশ৷ কলা বিভাগ থেকে প্রথম স্থানে রয়েছেন পূবালী ডেকা ও শ্রদ্ধা বোগোহেন৷ এঁদের প্রাপ্ত নম্বর ৫০০ তে ৪৮১৷ এঁরা বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন । অবিনাশ কলিতা, প্রাপ্ত নম্বর ৪৮৬ এবং কমার্স থেকে প্রথম কৃষ্ণা মহেশ্বরী, প্রাপ্ত নম্বর ৪৭১৷
অসম বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন ছাত্রছাত্রীরা৷ হায়ার সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেটও ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে৷ এ বার রেজাল্টের জন্য একটু বেশি দিন অপেক্ষা করতে হল পড়ুয়াদের৷ কারণ করোনার আহবে ফলাফল ঘোষণা একটু দেরিতেই হল৷ গত বছর অসম দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা হয়েছিল ২৫ মে৷
এই লিঙ্কে ক্লিক করেও জানতে পারবেন আপনার রেজাল্ট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।