গুয়াহাটি : সীমানা বিবাদের জেরে অশান্ত পরিস্থিতির জন্য অসম (Assam) সরকারের আঙুল মিজোরামের (Mizoram) দিকে ৷ এক বিজ্ঞপ্তিতে হিমন্ত বিশ্বশর্মার সরকারের অভিযোগ, চুক্তি এবং বর্তমান স্থিতাবস্থা লঙ্ঘন করে অসমের রেংটি বস্তির দিকে একটি রাস্তা তৈরি করছে মিজোরাম ৷ ফলে লাইলাপুর এলাকায় জাতীয় অরণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷ একইসঙ্গে ওখানে একটি টিলার উপর মিজোরাম সরকার সশস্ত্র বাহিনীর নতুন ক্যাম্প তৈরি করেছে বলেও দাবি অসম সরকারের ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে তথা সমস্যার সমাধানের লক্ষ্যে অসম প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল সোমবার সকালে ঘটনাস্থলে যান ৷ এর পর মিজোরাম পুলিশের প্রচ্ছন্ন মদতে তাঁদের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ৷ মিজোরাম পুলিশের তরফে তাদের প্রশাসনের আধিকারিকদের উপর কাঁদানে গ্যাসও ছোড়া হয় বলে অভিযোগ অসমের ৷ দিনভর চাপানউতোর চলার পর এ দিন বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অসমের আধিকারিক ও সাধারণ মানুষের উপর মিজোরাম পুলিশ আক্রমণ করে বলে দাবি হিমন্ত বিশ্বশর্মার সরকারের ৷ অভিযোগ, সেই হামলায় নিহত হন ৬ পুলিশকর্মী ৷ জখম ৫০ জনের মধ্যে আছেন গুরুতর আহত আইপিএস অফিসারও ৷ আহতদের চিকিৎসা চলছে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷
I am deeply pained to inform that six brave jawans of @assampolice have sacrificed their lives while defending constitutional boundary of our state at the Assam-Mizoram border.
My heartfelt condolences to the bereaved families. — Himanta Biswa Sarma (@himantabiswa) July 26, 2021
Hon'ble @himantabiswa ji, as discussed I kindly urge that Assam Police @assampolice be instructed to withdraw from Vairengte for the safety of civilians. @narendramodi @AmitShah @PMOIndia @HMOIndia https://t.co/wHtMPhFRpP
— Zoramthanga (@ZoramthangaCM) July 26, 2021
অন্যদিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে মিজোরামের অভিযগোর তির অসমের দিকে ৷ এই চাপানউতরের আঁচ পড়েছে সামাজিক মাধ্যমেও ৷ দিনভর চলতে থাকে ট্যুইটের পর ট্যুইট ৷ মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা লেখেন, ‘‘অমিত শাহজি, দয়া করে বিষয়টি দেখবেন। এসব এখনই বন্ধ করা দরকার।’’ অমিত শাহ-কে ট্যাগ করে একটি টুইট করে হিমন্ত বিশ্বশর্মাও। পাশাপাশি, জোরামথাঙ্গা একটি ট্যুইটে অসমের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন, নাগরিকদের নিরাপত্তার খাতিরে মিজোরামের কোলাসিব জেলার ভাইরেঙটে এলাকা থেকে যেন অসম পুলিশকে সরে যেতে নির্দেশ দেওয়া হয় ৷ অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী পাল্টা ট্যুইট করে বলেন, ‘‘আমি মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে কথা বলেছি ৷ আমি বলেছি যে দুই রাজ্যের মধ্যে শান্তি ও স্থিতাবস্থা রক্ষা করবে অসম ৷ যদি প্রয়োজন হয়, আমি আইজলে গিয়ে এই বিষয়ে আলোচনা করব ৷’’ গুলিচালনাকাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।