corona virus btn
corona virus btn
Loading

স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতি, লুঠ কয়েক লক্ষ টাকা ও প্রচুর সোনার গয়না

স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতি, লুঠ কয়েক লক্ষ টাকা ও প্রচুর সোনার গয়না
CCTV Footage

আসানসোলে স্বর্ণঋণদানকারী সংস্থার অফিসে দুঃসাহসিক ডাকাতি । হিরাপুর থানার কোর্টমোড় এলাকার ঘটনা।

  • Share this:

#আসানসোল: আসানসোলে স্বর্ণঋণদানকারী সংস্থার অফিসে দুঃসাহসিক ডাকাতি । হিরাপুর থানার কোর্টমোড় এলাকার ঘটনা। সকাল নটায় অফিস খোলার সময়ে সংস্থার দুই কর্মীর সঙ্গেই ভিতরে ঢুকে পড়ে টুপিতে মুখ ঢাকা সাত দুষ্কৃতী। প্রত্যেকে হাতে ছিল আগ্নেয়াস্ত্র।

অফিসে ঢুকে দুই কর্মীকে বেধড়ক মারধর করে ভল্টের চাবি কেড়ে নেয় দুষ্কৃতীরা। চলে অবাধে লুঠপাট। সংস্থার দাবি, ভল্ট থেকে বেশ কয়েক কিলো সোনা ও নগদ প্রায় সাড়ে চার লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাওয়ার সময়ে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় তারা।

দোকানের সামনে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই ছবি। প্রায় চল্লিশ মিনিট ধরে চলে অপারেশন। ঘটনাস্থলে দুর্গাপুর, আসানসোলের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকায় চলছে নাকা চেকিং।

First published: December 23, 2017, 1:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर