#মুম্বই: মহারাষ্ট্রে ভয়াবহ আকার নিয়েছে মারণ ভাইরাস করোনা। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯,০৬৩-এ। এরমধ্যে শুধুমাত্র শুক্রবারই মিলেছে ১০৮৯ নয়া করোনা আক্রান্তের হদিশ যারমধ্যে ৭৮৪ জন মুম্বইয়ের বাসিন্দা। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৭৩১ জনের, যারমধ্যে শুধু গতকাল, শুক্রবারই প্রাণ হারান ৩৭ জন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রক জানায়, এখনও পর্যন্ত ১৬৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।
এরমধ্যেই গুজব ছড়িয়ে পড়ে, মহারাষ্ট্রে নাকি সেনা নামানো হবে! জনতার উদ্দেশে অনলাইন ভাষণে সেনা নামানোর এই জল্পনা-কল্পনাকে ওড়ালেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি জানান, সেনা নামানো হবে না। তবে, পুলিশেরও বিশ্রাম প্রয়োজন। তাই বাড়তি লোকবল হিসেবে রাজ্য সরকার কেন্দ্রের কাছে কয়েকজন কর্মী চাইতে পারে।
উদ্ধব ঠাকরে স্পষ্ট করেন, ' কেন্দ্রের কাছে বাড়তি লোকবল চাওয়া মানে এমনটা ভাববেন না, মুম্বইকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে পুলিশ কর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকেই অসুস্থ, করোনা আক্রান্তও বেশ কিছু পুলিশ কর্মী। এবার তাঁদেরও বিশ্রাম চাই।'
ঠাকরে স্বীকার করে নেন, এখনও পর্যন্ত মুম্বইয়ে 'ভাইরাস চেন' ভেঙে ফেলা সম্ভব হয়নি। তবে তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করেন, মুম্বইয়ে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
অন্যদিকে, করোনা মোকাবিলায় ব্যর্থতার জেরে শুক্রবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান প্রবীণ পরদেশীকে সরিয়ে দেওয়া হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharashtra corona