হোম /খবর /দেশ /
আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ, বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আইনজীবী

Aryan Khan bail plea rejected: আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ, বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আইনজীবী

অন্যদিকে, শাহরুখ পুত্র আরিয়ান খানের মামলায় নতুন মোড়। সূত্রের খবর আরিয়ান খানের মুক্তির জন্য শাহরুখ খানের কাছ থেকে নাকি ২৫ কোটি টাকা চেয়েছে এনসিবি। খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মাদক কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেলে রাখা হয়েছে আরিয়ান খানকে। বারবারই আরিয়ান খানের জামিনের বিরোধিতা করেছে এনসিবি। তারা দাবি করেছে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খানের।

অন্যদিকে, শাহরুখ পুত্র আরিয়ান খানের মামলায় নতুন মোড়। সূত্রের খবর আরিয়ান খানের মুক্তির জন্য শাহরুখ খানের কাছ থেকে নাকি ২৫ কোটি টাকা চেয়েছে এনসিবি। খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মাদক কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেলে রাখা হয়েছে আরিয়ান খানকে। বারবারই আরিয়ান খানের জামিনের বিরোধিতা করেছে এনসিবি। তারা দাবি করেছে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খানের।

আরিয়ানের সঙ্গেই তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছেন বিচারক (Aryan Khan bail plea rejected)৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বাই: মাদক কাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ মুম্বাইয়ের বিশেষ এনডিপিএস আদালত (Aryan Khan bail plea rejected)৷ আরিয়ানের সঙ্গেই তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছেন বিচারক৷ বিশেষ এনডিপিএস আদালত আবেদনে সাড়া না দেওয়া আরিয়ানের জামিনের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁর আইনজীবী৷

গত ৩ অক্টোবর মুম্বাই উপকূলের কাছে একটি প্রমোদতরী থেকে আরিয়ান খান (Aryan Khan Drug Case) সহ বেশ কয়েকজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ আরিয়ান (Aryan Khan) জেল থেকে মুক্তি পাবেন কি না, এ দিন সেই রায় দেওয়ার কথা ছিল মুম্বাইয়ের বিশেষ এনডিপিএস আদালতের৷ শেষ পর্যন্ত অবশ্য ২৩ বছর বয়সি আরিয়ানের জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক৷

আরও পড়ুন: আরিয়ানকে 'নিরীহ বাচ্চা' বলে সম্বোধন পূজার! নেটিজেন বললেন, 'একই বয়সে সোনা জিতেছেন নীরজ'

জামিনের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই বলেন, 'কী কারণে জামিনের আর্জি খারিজ হল, আমাদের তা জানানো হয়নি৷ '

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওই প্রমোদতরীতে পার্টি চলাকালীন বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে ড্রাগ নিয়ে আরিয়ানের চ্যাট আদালতে জমা দিয়েছে এনসিবি৷ পাশাপাশি বেশ কয়েকজন মাদক পাচারকারীর সঙ্গে আরিয়ানের চ্যাটও জমা দেওয়া হয়েছে৷

আরিয়ান খানের গ্রেফতারি এবং তাঁর জেল বন্দি থাকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক জলঘোলাও শুরু হয়ে গিয়েছে৷ শিবসেনা নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী কিশোর তিওয়ারি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করে বিষয়টি শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন৷ তাঁর অভিযোগ, আরিয়ান খানের মৌলিক অধিকার খর্ব হচ্ছে৷ শুধু তাই নয়, এনসিবি-র এক অফিসারের প্রতিহিংসা পরায়ণ হয়েই আরিয়ানকে ফাঁসিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Aryan khan, Drugs, Shah Rukh Khan