হোম /খবর /দেশ /
১৭ মের পর লকডাউন চলবে নাকি উঠবে? জনতার মত চাইলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী...

১৭ মের পর লকডাউন চলবে নাকি উঠবে? জনতার মত চাইলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী...

১৭মে দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন ওঠার পথে৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়েছে৷ সকলেই নিজের রাজ্যের কথা তুলে ধরেছেন৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: রাজ্যে লকডাউন উঠবে নাকি চলবে? কী চান জনতা? এবার তাদের মতকে গুরুত্ব দেওয়া হবে৷ নিজেদের রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে এবং সাধারণ নাগরিকের মনোভাব বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ অর্থাৎ আগামিদিনে করোনার থেকে বাঁচতে কোন পথে চলবে রাজ্য, তা একপ্রকার ঠিক করবেন রাজ্যের মানুষ৷ এমনই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

১৭মে দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন ওঠার পথে৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়েছে৷ সকলেই নিজের রাজ্যের কথা তুলে ধরেছেন৷ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেটাই শক্ত হাতে মোকাবিলা করার কথা জানিয়েছেন সকলে৷ তবে তার সঙ্গে দেশের অর্থনীতির দিকেও নজর দিতে হবে বলেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের মত৷ তাই ফের লকডাউন বাড়বে নাকি আংশিক লকডাউনের পথ বেঁছে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তা জানা যাবে মঙ্গলবার রাত ৮টার সময়৷ ফের একবার জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি৷

তবে আপাতত জনতা জনার্দন, এই পথে হাঁটতে চাইছেন নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ করোনা রুখতে দিল্লির মানুষে মত চান কেজরি৷ সরাসরি সাধারণ মানুষের বার্তা তিনি তুলে ধরবেন কেন্দ্রের কাছে৷ বুধবার বিকেল ৫টার মধ্যে ফোন, হোয়াটস অ্যাপ বা ইমেল মারফত সেই মতামত জানানো যাবে৷ নিজেই একথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

যেই নম্বরে যোগায়োগ করা যাবে---ফোন--1031

হোয়াটস অ্যাপ-- 8800007722ইমেল--delhicm.suggestions@gmail.com

Published by:Pooja Basu
First published:

Tags: Arvind Kejriwal, Lockdown, New Delhi