#ইটানগর: দুটি উপজাতি সম্প্রদায়কে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরই গত এক সপ্তাহ ধরে জ্বলছে অরুণাচলপ্রদেশ৷ রবিবারই রাজ্যের উপমুখ্যমন্ত্রী চাওমা মেইনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা৷ পুলিশের গুলিতে কম করে ৩ জনের মৃত্যু হয়েছে৷ এ হেন আবহে ইটানগরে প্রথম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালই বাতিল হয়ে গেল৷
শুক্রবার রাতে ফিল্ম ফেস্টিভ্যালের ভেন্যুর সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা৷ ভাঙচুর চালানো হয় স্টেজে, পোর্টেবল মুভি থিয়েটারে, জেনারেটারে৷ পরে ফেস্টিভ্যাল বন্ধ করারই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় প্রশাসন৷ ৫০ জনের বেশি শিল্পী, পরিচালক, দেশের বিভিন্ন রাজ্যের অভিনেতাদের নিরাপদে উদ্ধার করা হয়৷ ছিলেন পরিচালক সতীশ কৌশিকও৷ নাগাল্যান্ডের সঙ্গীতশিল্পী আলোবো নাগার গাড়ি, বাদ্যযন্ত্র, সব ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা৷ সেই ভয়াবহ সন্ধের অভিজ্ঞতা বলতে গিয়ে আলোবো বলেন, 'একজন মিউজিসিয়ানের কাছে বাদ্যযন্ত্র আত্মার সমান৷ বেঁচে থাকার রসদ৷ এগুলোর কোনও বিমাও নেই৷ তাই সরকারের কাছে অনুরোধ, এই হিংসায় যাঁদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দিন৷'
অসমের হার্টথ্রব জুবিন গর্গও নাগার পাশেই দাঁড়িয়েচেন৷ মিউজিয়ানদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি৷ এখনও পর্যন্ত কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে হিংসায়৷ ৩৫ জন আহত৷ তার মধ্যে ২৪ জন পুলিশকর্মী৷ ইটানগরে কার্ফু চলছে৷ ইন্টারনেট পরিষেবা বন্ধ৷
রাজ্যের কয়েকটি উপজাতি সম্প্রদায়কে স্থায়ী বসবাসের শংসাপত্র দেওয়া নিয়ে উত্তাল হয়ে উঠেছে অরুণাচল প্রদেশ ৷ শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা৷ পুড়িয়ে দেওয়া হয়েছে শহরের নানা জায়গায় ৫০টি গাড়ি৷ ১০০টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রস্তুত সেনা৷ নাহারালাগুন এবং চিম্পু এলাকায় ফ্ল্যাগ মার্চ করছে ভারতীয় সেনা৷ ইটানগরে মোতায়েন করা হয়েছে ৬ কোম্পানি জওয়ান৷ যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে নেওয়া হচ্ছে জরুরি পদক্ষেপ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arunachal Pradesh, Film Festival, Itanagar