#নয়াদিল্লি: স্মৃতি ইরানির পাশে দাঁড়ালেন অরুণ জেটলি৷ এবার রাহুল গান্ধির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির বর্ষীয়ান নেতা৷ তিনি লেখেন যে স্মৃতি ইরানিকে নিয়ে এত আলোচনা হচ্ছে যখন, তখন রাহুল গান্ধির কথাও ওঠা উচিৎ৷ জেটলির প্রশ্ন যে কীভাবে M.A না করে সরাসরি M. Phil ডিগ্রি পেলেন রাহুল?
হলফনামায় যে তথ্য পেশ করেছেন রাহুল গান্ধি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠছে নানা প্রশ্ন৷ ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ট্রিনিটি কলেজ থেকে M. Phil করেছেন রাহুল৷ এই নিয়ে নানা রটনা চলছে সোশ্যাল মিডিয়ায়৷ একেই হাতিয়ার করেছেন অরুণ জেটলি৷
স্মৃতি ইরানিকে নিয়ে যেভাবে কটাক্ষ শুরু করেছিল কংগ্রেস তারই পাল্টা দিতে আসরে নামলেন জেটলি৷ বিরোধীদের এই প্রচারকে রেন্ট আ কজ বলে নাম দিয়েছেন জেটলি৷
দেখুন কী লিখেছেন জেটলি...নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Lok Sabha elections 2019, অরুণ জেটলি, রাহুল গান্ধি