#শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন ১ মেজর-সহ ২ সেনাকর্মী ৷ অন্যদিকে সোপিয়ানেরই আরেক জায়গায় সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷ বৃহস্পতিবার গোপালপোরা এলাকায় সেনার এনকাউন্টারে খতম হয়েছে দুই জঙ্গি ৷
অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের ইমাম সাহিব এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। ঘটনায় মৃত্যু হয়েছে ১ মেজর-সহ ২ সেনাকর্মী ৷ আহত হয়েছে একজন ৷ সেখানেও দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ রাত আড়াইটে নাগাদ সোপিয়ানের জৈনপুরায় মাতৃবুঘ গ্রাম ঘিরে ফেলে তল্লাশি শুরু করলে শুরু হয় গুলির লড়াই ৷ সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তরক্ষীরা ৷ গুলিতে আহত হন তিনজন সেনাকর্মী ৷ পরে ২ জনের মৃত্যু হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Army Major and Jawan Killed During Shopian Encounter, Bengali News, Jammu And Kashmir, Kulgam district, Shopian Encounter