#মুম্বই: মহারাষ্ট্রের ওয়ার্ধায় ভয়াবহ বিস্ফোরণ ৷ মঙ্গলবার সাতসকালে ওয়ার্ধা গ্রামের সেনা ছাউনিতে ভয়াবহ বিস্ফোরণ ৷ ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রায় ১৬ জন ৷
সূত্রের খবর, ওই এলাকাতেই বেশ কিছু পুরোনো বিস্ফোরক নষ্ট করার প্রক্রিয়া চলছিল ৷ সেই সময়ই আচমকা ফেটে যায় বিস্ফোরকগুলি ৷ সেই সময় সেনা ছাউনিতে মোট ৪০ জন উপস্থিত ছিলেন ৷
বিস্ফোরকের আশেপাশে যারা ছিলেন, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে ৷ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে একজন গ্রামবাসী ছিলেন বলেও জানা গিয়েছে ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এমনটাই জানাচ্ছে উদ্ধারকারী দল ৷
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে এমনই এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল পঞ্জাবের অমৃতসর ৷ ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছিল ৷ ২২ জন গুরুতর আহত হয়েছিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Army, Indian Army, Maharashtra, Terrorism