#চেন্নাই: ফের ডাকাতি দিনে দুপুরে। মুথুট ফাইনান্স থেকে চুরি গেল ২৫ কেজি সোনা। যার দাম ৭ কোটি। এবং ক্যাশ ৯৬ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর হোসুরে।
সকাল সাড়ে নটায় কোম্পানির দরজা খোলে সিক্যুরিটি গার্ড। এরপর ব্যাঙ্কের পাঁচ কর্মী আসেন। এবং কয়েকজন কাস্টমার আসেন। তার পরেই মাথায় হেলমেট পরে ৬ জন দুস্কৃতি হাতে বন্দুক নিয়ে হামলা করে। তারা প্রথমে সোনা লুঠ করে। তারপর টাকা নিয়ে পালায়। ম্যানেজার জানায়, কিছু বুঝে ওঠার আগেই সকালে হামলা করে ছয় জন। তারপর সব লুঠ করে চম্পট দেয়। ঘটনার খবর সঙ্গে সঙ্গে থানায় জানানো হয়।
পুলিশ সুপারেন্টেডেন্ট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান গোটা বিষয়টা খতিয়ে দেখতে। সম্প্রতি মুথুটের অন্য একটি ব্রাঞ্চেও চুরি যায় সোনা।