• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ভাগলপুর হিংসার ঘটনায় আত্মসমপর্ণ অর্জিত শাশ্বত চৌবের

ভাগলপুর হিংসার ঘটনায় আত্মসমপর্ণ অর্জিত শাশ্বত চৌবের

File Photo : PTI

File Photo : PTI

ভাগলপুরে হিংসার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অর্জিত শাশ্বত শাশ্বত চৌবে আত্মসমপর্ণ করেছেন। ১৭ মার্চ নাথনগরে সংঘর্ষের ঘটনায় অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে >

 • Share this:

  #ভাগলপুর: ভাগলপুরে হিংসার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অর্জিত শাশ্বত শাশ্বত চৌবে আত্মসমপর্ণ করেছেন। ১৭ মার্চ নাথনগরে সংঘর্ষের ঘটনায় অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

  আরও পড়ুন : রেলের কামরায় এখন নিজস্ব বেডরুম সঙ্গে রাঁধুনি ফ্রি

  হিন্দু নববর্ষ উপলক্ষে ভারতীয় নববর্ষ জাগরণ সমিতির আয়োজিত একটি মিছিলে সংঘর্ষ হয়। বিনা অনুমতিতে মিছিল করায় মামলা হয় অর্জিত শাশ্বত চৌবে-সহ আরও অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। যদিও অর্জিত দাবি করেন, পুলিশের অনুমতি নিয়েই মিছিল হয়।

  শনিবার ভাগলপুর আদালতে জামিনের আবেদন খারিজ হয় অর্জিত শাশ্বত চৌবের। রাত বারোটা পনেরো নাগাদ পাটনার মহাবীর মন্দিরের সামনে পুলিশের কাছে আত্মসমপর্ণ করেন তিনি। অর্জিত জানিয়েছেন, তিনি উচ্চ আদালতে আবেদন করবেন।

  First published: