#নয়াদিল্লি: ধর্ষণকাণ্ডে রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্বঘোষিত ধর্মগুরুদের নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ৷ সকলেই তারা স্বঘোষিত ধর্মগুরু ৷ মানুষের সেবা করায় তাদের ধর্ম ৷ প্রায় সকলরেই লক্ষ লক্ষ অনুগামী রয়েছে ৷ এরা মানুষের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ত্ব ৷ তারা কোনও খারাপ কাজ করতেই পারেন না ৷ অথচ এঁদের সকলের কখনও না কখনও বিভিন্ন কুকীর্তির সঙ্গে নাম জড়িয়েছে ৷
সম্প্রতি হিন্দু সাধুদের শীর্ষ একটি সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদ ভুয়ো ‘বাবা’-দের একটি তালিকা প্রকাশ করেছে ৷ সংগঠনের প্রেসিডেন্ট স্বামী নরেন্দ্র গিরি জানিয়েছেন, ‘সাধারণ মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই ভুয়ো বাবাদের থেকে সতর্ক থাকার জন্য ৷ ’
তালিকায় যে যে ধর্মগুরুদের নাম রয়েছে তারা হলেন-
আসারাম বাপু, নারায়ণ সাই (আসারাম বাপুর ছেলে),রামপাল, রাধে মা।সচদারঙ্গী, গুরমীত রাম রহিম সিংহ,ওম বাবা ওরফে বিবেকানন্দ, নির্মল বাবা, ইচ্ছাধারী বিশ্বনন্দ, স্বামী অসীমানন্দ,ওম নমহ শিবায়।
রাম রহিমকে দোষীই সাব্যস্ত করার পর থেকেই উত্তজনা ছড়িয়েছে পঞ্জাব ও হরিয়ানায় ৷ দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে গুরমিত রাম রহিমকে ১০ বছর করে দুটি অপরাধে ২০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে বিশেষ সিবিআই আদালত। এরপর থেকেই দেশের বিভিন্ন ধর্মগুরুদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের উপরে ৷
স্বামী নরেন্দ্র গিরি ভুয়ো ‘বাবা’-দের তালিকা ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে ৷ পাশাপাশি এদের বিরুদ্ধে কড়া আইন আনার উপর জোর দেওয়া হয়েছে ৷