Home /News /national /
'আপনি তো যৌনকর্মী, রেট কত?' অন্তর্বাস পরে ছবি পোস্ট করায় অনুরাগ কাশ্যপের মেয়েকে আক্রমণ

'আপনি তো যৌনকর্মী, রেট কত?' অন্তর্বাস পরে ছবি পোস্ট করায় অনুরাগ কাশ্যপের মেয়েকে আক্রমণ

অন্তর্বাস পরে ছবি শেয়ার করায় নেটিজেনদের একাংশের রোষের মুখে বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ

 • Share this:

  #মুম্বই: অন্তর্বাস পরে ছবি শেয়ার করায় নেটিজেনদের একাংশের রোষের মুখে বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ! তাঁকে 'যৌনকর্মী' বলে কটাক্ষ করা হয়, জানতে চাওয়া হয় 'রেট কত?' ! অন্তর্বাস পরে ছবি পোস্ট করায় ভারতীয় হিসাবে তাঁর লজ্জা হওয়া উচিৎ বলেও চলে আক্রমণ! এখানেই শেষ নয়, ক্রমাগত মিলতে থাকে খুন ও ধর্ষণের হুমকি!

  সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন আলিয়া! জানান, সোশ্যাল মিডিয়ায় এহেন লাগাতার নোংরা আক্রমণে তিনি কীভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর ভাষায়, '' আমি খুব সংবেদনশীল, নরম মনের মানুষ! ছোট ছোট বিষয়ও আমার মনে গভীর দাগ কাটে! এই কুৎসিৎ আক্রমণ মেনে নিতে পারিনি। রোজ হাউহাউ করে কাঁদতাম।''

  অনুরাগ কাশ্যপ ও তাঁর প্রথম স্ত্রী, পেশায় সম্পাদক আরতি বাজাজের মেয়ে আলিয়া। বতর্মানে আমেরিকায় পড়াশোনা করছেন। নিজের ইউটিউব চ্যানেলে ফ্যানেদের আবদার মেনে নানারকম প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। সম্প্রতি তাঁর কাছে জানতে চাওয়া হয় প্রেমিক শেন গ্রেগরি সম্পর্কে। আলিয়ার কথায়, '' আমি আর শেন, কেউ কারও বিষয়ে নাক গলাই না। তর্কে যাইনা, যদি কোনও সমস্যা হয়, কথা বলে মিটিয়ে নেই। মারামারি, চেঁচামেচি না করে আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয়। এতে সস্পর্ক ভাল থাকে।''

  মা, বাবা দুজনেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, তবু বলিউডে পা রাখার কোনও ইচ্ছা নেই আলিয়ার। সিনেমা জগতের চাকচিক্য তাঁকে টানে না, বরং সে-সবের থেকে দূরেই থাকতে চান সুন্দরী।

  Published by:Rukmini Mazumder
  First published:

  পরবর্তী খবর