#নয়াদিল্লি: একসময় তিনি ছিলেন অনুব্রত মণ্ডলের 'ছত্রছায়ায়'। পরে অবশ্য দল পরিবর্তন করে তিনি এখন বিজেপির 'সর্বভারতীয়' নেতা। আর সেই অনুব্রত মণ্ডল যেদিন সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন, সেদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন পেলেন বিজেপি নেতা প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।
সূত্রের খবর, অনুব্রত ঘনিষ্ঠ ৭২ জনের তালিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে যাবেন অনুপম। এই তালিকায় রয়েছেন আইএএস, আইপিএস, ব্যবসায়ী, পঞ্চায়েতের নেতা থেকে বাড়ির পরিচারক এবং অনুব্রতকে যিনি ম্যাসাজ করতেন তাঁদের নামও। অনুপম নিজেই জানালেন সে কথা।
আরও পড়ুন: আর পথ নেই পার্থর! এক নথিতেই সব ফাঁস, পরিবারের দিকে চোখ দিতেই চক্ষু চড়কগাছ ইডি-র
অনুব্রতর গ্রেফতরি প্রসঙ্গে অনুপম হাজরার বক্তব্য, "আজকের দিনটিকে অন্তত রাজ্যে নকুলদানা দিবস হিসেবে ঘোষণা করা উচিত মুখ্যমন্ত্রীর। আজ বীরভূমের স্বাধীনতা দিবস।"
এদিকে, সিবিআই সূত্রে খবর, অ্যারেস্ট মেমো-তে সই করতে রাজি হননি অনুব্রত। শেষমেশ আসানসোলে ইসিএল-এর শীতলপুর গেস্ট হাউসে অনুব্রত মণ্ডলকে নিয়ে গেল সিবিআই। এখনও সরকারি ভাবে গ্রেফতারের কথা সিবিআই-এর তরফে ঘোষণা করা না হলেও অনুব্রতকে যে আর ছেড়ে দেওয়া হবে না, সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে অনুব্রতকে গ্রেফতারির ঘোষণা সময়ের অপেক্ষা বলে সূত্রের খবর।
আরও পড়ুন: বাধা পেরিয়ে বাড়িতে ঢুকেই অবাক সিবিআই! অনুব্রত যা করলেন, সিনেমাও হার মানবে
সিবিআই সূত্রে খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিৎসকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিৎসককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হবে। সকালে অনুব্রতর বাড়িতে ঢুকেই শুরু হয় তল্লাশি অভিযান। এরপরই তাঁকে নিয়ে যায় সিবিআই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal, Anupam Hazra, CBI