#নয়াদিল্লি: ফের লকডাউন না করোনা ভ্যাকসিন? না কি অন্য কোনও বিষয় ? আজ সন্ধে ৬টায় কী নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? জোরদার আলোচনায় মেতে নেট দুনিয়া! উত্তেজনা তেমন তুঙ্গে তেমনি রয়েছে উদ্বেগও! তবে দেশবাসীর 'ক্রিয়েটিভিটি'-তে কোনও বাঁধ পড়েনি, ট্যুইটার উপচে পড়েছে হাজারো মিম-এ!
জাতির উদ্দেশে মোদির ভাষন... এই জায়গা থেকেই সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে মিমের প্লাবনে! ট্যুইটারে শুরু হয়ে গিয়েছে লাগামছেঁড়া রঙ্গরসিকতা!আসলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে তাঁর ভাষণে কোনও প্রস্তুতির সুযোগ দেন না দেশের মানুষকে। ডিমনিটাইজেশন হোক বা লকডাউন- সব কিছুর প্রয়োজনীয়তাই তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে চারিয়ে দিতে চেয়েছেন দেশের মানুষের মনে এবং জীবনে এক রকম হঠাৎ করেই! সেই জন্যেই শুরু হয়েছে একের পর এক জল্পনা এবং কল্পনার পালা- আজ কী নিয়ে কথা বলতে পারেন মোদি!
অনেক মিম আবার বলতে চেয়েছে, আজ সন্ধেবেলা প্রধানমন্ত্রী হয়তো দেশের মানুষের হাতে কোনও দায়িত্ব ধরিয়ে দেবেন।Have a flight to Dubai tomorrow morning. The PM is addressing us at 6pm. I actually checked if the ticket was refundable :-)
— Vir Das (@thevirdas) October 20, 2020
বিরোধী দল যে মোদির বক্তব্যে কর্ণপাত করার প্রয়োজন বোধ করে না, মিমে উঠে এসেছে সেই ইঙ্গিতও।Prime Minister #NarendraModi will address the nation today at 6pm
Me looking for a new task:- pic.twitter.com/2oRTmY1219— Sudhanshu Ranjan Singh (@memegineers_) October 20, 2020
অনেকে ব্যঙ্গ করে বলেছেন - আজ বোধহয় মোদি করোনার বিরুদ্ধে জয় ঘোষণা করবেন এবং ডান্ডিয়া খেলার ময়দানটিকে উন্মুক্ত করে দেবেন!आज शाम 6 बजे राष्ट्र के नाम संदेश दूंगा। आप जरूर जुड़ें।
Will be sharing a message with my fellow citizens at 6 PM this evening.— Narendra Modi (@narendramodi) October 20, 2020
আরেকটা লকডাউন বা করোনার ভ্যাকসিন নিয়ে কথা বলার সম্ভাবনা রয়েছে, তাও উল্লেখ করেছেন অনেকে।Guessing he will declare victory over Coronavirus today and open Dandiya floodgates.
— Ashish K. Mishra (@akm1410) October 20, 2020
অনেকে আবার রসিকতা করেছেন মোদির ভাষণের সময় নিয়ে। সাধারণত উনি ভাষণ দেন রাত ৮টায়। এ বার তা হলে কেন বেছে নিলেন সন্ধের স্লট?I hope another lockdown https://t.co/h2hU2EAxEq
— Hita's Creations (@kaira_addict) October 20, 2020