হোম /খবর /দেশ /
মাউন্ট মাকালু অভিযানে নিখোঁজ আরেক বাঙালি পর্বতারোহী

মাউন্ট মাকালু অভিযানে নিখোঁজ আরেক বাঙালি পর্বতারোহী

পর্বতারোহী দীপঙ্কর ঘোষ -- ছবি সৌজন্য ফেসবুক

পর্বতারোহী দীপঙ্কর ঘোষ -- ছবি সৌজন্য ফেসবুক

বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুর উচ্চতা ৮ হাজার ৪৮৫ ফুট৷ বিশ্বের বিপদসঙ্ক‌ুল শৃঙ্গগুলির মধ্যে একটি হল মাউন্ট মাকালু৷ ছোট থেকেই পর্বতারোহনের নেশা ছিল দীপঙ্করের৷

  • Last Updated :
  • Share this:

    #কাঠমাণ্ডু: বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু অভিযানে গিয়ে নিখোঁজ হলেন আরও এক বাঙালি পর্বতারোহী৷ সামিট সেরে ক্যাম্প ফোরে ফেরার পথে নিখোঁজ হয়ে যান হাওড়ার নিশ্চিন্দার বেলানগরের বাসিন্দা দীপঙ্কর ঘোষ৷ ওই একই জাগয়ায় মৃত্যু হয়েছে আরেক পর্বতারোহীর৷ বৃহস্পতিবার রাতে ক্যাম্প ফোরে ফ্রস্টবাইটে মৃত্যু হয়েছে নারায়ণ সিংয়ের৷ নারায়ণ সিং ভারতীয় সেনার জওয়ান৷

    বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুর উচ্চতা ৮ হাজার ৪৮৫ ফুট৷ বিশ্বের বিপদসঙ্ক‌ুল শৃঙ্গগুলির মধ্যে একটি হল মাউন্ট মাকালু৷ ছোট থেকেই পর্বতারোহনের নেশা ছিল দীপঙ্করের৷ ২ বছর আগে ধৌলগিরি অভিযানে সফল হন তিনি৷ জানা গিয়েছে, অন্য পর্বতারোহীকে বাঁচাতে গিয়েই বিপত্তি ঘটে৷ ফ্রস্টবাইটে বাদ যায় হাত ও পায়ের আঙুল৷

    অন্যদিকে, নেপালের পর্যটন মন্ত্রকের মুখপাত্র মীরা আচার্য জানিয়েছেন, নারায়ণের দেহ পাওয়া গিয়েছে৷ বুধবারই কাঞ্চনজঙ্ঘা সামিট সেরে ফেরার পথে মৃত্যু হয় দুই বাঙালি পর্বতারোহী বিপ্লব বৈদ্য ও কুন্তল কাঁড়ারের৷

    First published:

    Tags: Kachenjungha, Mount Makalu, Mountaineering