• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ভয়ঙ্কর ! গুগলেই মিলছে নাগরিকদের আধারের বিস্তারিত তথ্য

ভয়ঙ্কর ! গুগলেই মিলছে নাগরিকদের আধারের বিস্তারিত তথ্য

Representational Image

Representational Image

 • Share this:

  #নয়াদিল্লি: কতটা সুরক্ষিত নাগরিকদের ব্যক্তিগত তথ্য? আধার তথ্যের গোপনীয়তা নিয়ে বিতর্কের মাঝেই ফাঁস হচ্ছে একের পর এক আধার কেলেঙ্কারি। আধার তথ্যের সুরক্ষা নিয়ে আধার প্রদানকারী সংস্থা Unique Identification Authority Of India (UIDAI)-এর দাবিতে ফের আরেকবার উঠল বড়সড় প্রশ্ন চিহ্ন । খোদ গুগলেই মিলছে ভারতীয় নাগরিকদের আধার তথ্যের বিস্তারিত বিবরণ ।

  এর আগে একাধিকবার বিভিন্ন ওয়েবসাইটে আধার তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। কখনও আবার মাত্র 500 টাকার বিনিময়ে কয়েক হাজার মানুষের আধার তথ্য বিক্রির কথা সামনে এসেছে। কিন্তু এবার যে তথ্য মিলেছে তা আরও ভয়ঙ্কর । গুগল সার্চেও মিলছে যে কোনও অপরিচিত মানুষের আধার তথ্য। গুগলে গিয়ে mera aadhar meri pehchan file type: pdf করলেই বেরিয়ে আসছে ভারতীয় নাগরিকদের আধার কার্ডের পিডিএফ ফাইল। তাতে নাম ঠিকানা জন্মতারিখ সহ ছবিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে । শুধু একটাই আশার কথা, এখানে বায়োমেট্রিক তথ্য পাওয়া যাচ্ছে না । তবে যা মিলছে, তাতে নকল আধার কার্ড তৈরি বাম হাতের খেলা।

  গুগল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, যেসব ওয়েবসাইট থেকে এই তথ্যগুলি ইন্টারনেটে আপলোড করা হয়েছে তা হল, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং স্টারকার্ডস ইন্ডিয়া নামে এক বেসরকারি ওয়েবসাইট । গুগলে আধার তথ্য মেলার ঘটনা আধার সুরক্ষায় বড়সড় প্রশ্ন তুলল ।

  First published: