• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মার্সিডিজ গাড়ি কিনলেন নায়ক অঙ্কুশ, দেখুন সেই ভিডিও

মার্সিডিজ গাড়ি কিনলেন নায়ক অঙ্কুশ, দেখুন সেই ভিডিও

নতুন গাড়ির সঙ্গে অঙ্কুশ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

নতুন গাড়ির সঙ্গে অঙ্কুশ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #কলকাতা: প্রায় দু’বছর হয়ে গেল কোনও নতুন ছবি আসেনি টলিউডের নায়ক অঙ্কুশের ৷ দু’বছর ধরে নিজেকে একটু একটু প্রস্তুত করছিলেন নায়ক ৷ কিছুদিন আগেই তিনি জানিয়েছেন যে, নতুন ছবি ‘ভিলেন’ নিয়ে হাজির হচ্ছেন তিনি ৷ আর এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে মিমি চক্রবর্তীকে ৷ রোমান্টিক-থ্রিলার এ ছবির পরিচালনার চেয়ারে রয়েছেন কলকাতার নামকরা ডান্স কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব। এই বাবা যাদবের কাছ থেকেই নাচের তালিম নিয়েছেন ছবির নায়ক অঙ্কুশ হাজরা।

  গত কয়েক মাস ধরে মুম্বইয়ে কড়া ফিটনেস ট্রেনিং নিতে দেখা গিয়েছে তাঁকে ৷ এর মাঝে ‘ড্যান্স বাংলা ড্যান্স জুনিয়র’-এ বিচারকের আসনে দেখা গিয়েছে অঙ্কুশকে ৷ এর মাঝে খুশির খবর শোনালেন অঙ্কুশ ৷ নতুন সদস্য এসেছে তাঁর বাড়িতে ৷ তা নিয়ে বেজায় খুশি নায়ক ৷ কী সেই খুশির খবর জানার জন্য কৌতুহল হচ্ছে তো? না আর সাসপেন্স নয় ৷ আসল ঘটনাটা জানানো যাক ৷

  নতুন গাড়ি কিনেছেন এই টলিউড হিরো ৷ আর সেই ছবি আজ দুপুরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷ কি গাড়ি কিনলেন অঙ্কুশ ?

  মার্সিডিজবেঞ্জ-এর গ্রান্ড এডিশন কিনলেন তিনি ৷ কলকাতায় যার বাজার দর প্রায় ১ কোটি টাকা থেকে ২ কোটি ১২ লক্ষ টাকা পর্যন্ত ৷ আর এই গাড়ি কেনার পর স্বভাবতই বেজায় খুশি তিনি ৷ মার্সিডিজ কেনার সময়ের ভিডিওটি পোস্ট করে ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘‘মানুষের আবেগ এবং টাকা নিয়ে তো অনেক খেলা হল ৷ এবার রাস্তা শাসন করার সময় ...’’

  দেখুন ভিডিও

  First published: