Home /News /national /
৫ মাসের অন্তঃসত্ত্বা, ১০ কিমি দৌড় শেষ করলেন মাত্র ৬২ মিনিটে

৫ মাসের অন্তঃসত্ত্বা, ১০ কিমি দৌড় শেষ করলেন মাত্র ৬২ মিনিটে

গর্ভাবস্থাতেও দৌড় বন্ধ করেননি তিনি । বরং এতে অনেক বেশি ফিট রয়েছেন বলে জানালেন অঙ্কিতা ।

  • Last Updated :
  • Share this:

#বেঙ্গালুরু: পৃথিবীর কোনায় কোনায় এমন কতই না ঘটনা ঘটে চলে রোজ দিন, যা আমাদের নতুন করে বেঁচে থাকার উদ্দীপনা জোগায়, সাহস দেয়, উদ্বুদ্ধ করে । তেমনই প্রেরণা দেবে বেঙ্গালুরুর অঙ্কিতা গৌরের কাহিনীও ।

পেশায় তিনি টিসিএস-এর ইঞ্জিনিয়র আর নেশায় একজন দৌড়বাজ । সম্প্রতি অঙ্কিতা TCS World 10K দৌড়ে অংশ নিয়েছিলেন । অবশ্য নিয়মিত দৌড় করা অঙ্কিতার কাছে এই বিষয়টি তেমন নতুন কিছু নয় । নতুন বলতে একটা, সেটা হল অঙ্কিতা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা । কিন্তু তাঁর দৌড়ানোর নেশা তাতে এতটুকুও থমকায়নি । মাত্র ৬২ মিনিটে ১০ কিমি দৌড় শেষ করেছেন তিনি ।

অঙ্কিতা জানালেন, গত নয় বছর ধরে দৌড়াচ্ছেন তিনি । জল খাওয়া, শ্বাস নেওয়ার মতোই দৌড় তাঁর কাছে খুবই সাধারণ ঘটনা । না দৌড়ালে তিনি শান্তি পান না । গত নয় বছরে খুব বড় কোনও অসুবিধা ছাড়া একদিনও দৌড় বন্ধ করেননি তিনি । প্রতিদিন ৮-৯ কিমি দৌড়ন তিনি ।

২০১৩ সাল থেকে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন অঙ্কিতা । শুধু দেশে নয়, বিদেশেও অনেক ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি ।বার্লিনে গিয়েছেন তিনবার, বস্টন আর নিউ ইয়র্কে গিয়েছেন একবার করে । গর্ভাবস্থাতেও দৌড় বন্ধ করেননি তিনি । বরং এতে অনেক বেশি ফিট রয়েছেন বলে জানালেন অঙ্কিতা । তাঁর ফিজিওথেরাপিস্ট, গাইনোকলজিস্ট সকলেই তাঁকে উদ্বুদ্ধ করেছেন । সকলের থেকে পরামর্শ নিয়েই দৌড়েছেন বলে জানালেন অঙ্কিতা ।

Published by:Simli Raha
First published:

Tags: Bengaluru, Pregnant