হোম /খবর /দেশ /
রাসেলের লড়াই দাম পেল না, ভিলেন বৃষ্টি! পঞ্জাবের কাছে হেরে শুরু নাইটদের

KKR: রাসেলের লড়াই দাম পেল না, ভিলেন বৃষ্টি! পঞ্জাবের কাছে হেরে শুরু নাইটদের আইপিএল

একটা লড়াই চালিয়েছিলেন রাসেল

একটা লড়াই চালিয়েছিলেন রাসেল

  • Share this:

মোহালি: আসলে চেন্নাই, মুম্বই, দিল্লি অথবা অন্য কিছু দলের মত ভাল মানের ভারতীয় ক্রিকেটার কখনই নেয় না কেকেআর। শাহরুখ খানের দলের সাফল্য নির্ভর করে থাকে বিদেশিদের ওপর। তারা ক্লিক করলে কেকেআর জেতে, না হলে হারে। মন্দিপ এবং গুরুবাজ ওপেন করতে নামলেন। স্যাম কারানের প্রথম ওভারে ১৩ রান উঠল। আরশদীপের প্রথম বলেই মারতে গিয়ে ক্যাচ দিয়ে গেলেন মন্দিপ।

তিন নম্বরে অনুকূল রায়কে নামিয়ে ফাটকা খেলেছিল কেকেআর। একটি বাউন্ডারি মারলেন তিনি। কিন্তু পুল করতে গিয়ে ক্যাচ দিলেন। আরশদীপ এক ওভারে দুটি উইকেট নিলেন। চার নম্বরে ভেঙ্কটেশ আইয়ারকে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নামানো হল। তাকে আনা হল বরুণ চক্রবর্তীর জায়গায়। গুরবাজ অবশ্য বেশিক্ষণ টিকতে পারলেন না।

নাথান এলিসের বলে ২২ করে বোল্ড হলেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলল কেকেআর। এখানেই অর্ধেক নিশ্চিত হয়ে গেল ম্যাচটা যাচ্ছে পঞ্জাবের পক্ষে। তবে ভেঙ্কটেশ এবং অধিনায়ক নীতিশ রানা মিলে একটা পার্টনারশিপ তৈরির চেষ্টা করলেন। সিকান্দর রাজার বলে মারতে গিয়ে আউট হয়ে গেলেন রানা (২৪)।

১০ ওভারের শেষে কেকেআরের রান ছিল ৮০/৪। রিঙ্কু সিং ৪ করে ফিরলেন। এলেন আন্দ্রে রাসেল। ড্রে রাস কিছু আক্রমণাত্মক শট খেলেন। তিনি যে বিনা লড়াইয়ে জায়গা ছাড়বেন না সেটা বুঝিয়ে দিলেন ক্যারিবিয়ান তারকা। ১৯ বলে ৩৫ একটা মরিয়া চেষ্টা করে আউট হলেন তিনি। এরপর ভেঙ্কটেশ আউট হলেন ৩৪ করে। চার ওভার বাকি থাকতে বৃষ্টি নামল। কেকেআরের রান ছিল ১৪৬/৭।

ডাকওয়ার্থ লুইস মেথডে ওই সময় নাইট রাইডার্স দলের রান থাকার কথা ছিল ১৫৩। অর্থাৎ সাত রান পিছিয়ে ছিল কেকেআর। আরশদীপ পঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন। শেষ পর্যন্ত আর খেলা শুরু করা যায়নি। জিতে গেল পঞ্জাব। আইপিএল যাত্রা শুরু হল শাহরুখ খানের দলের।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: IPL 2023, Kkr