#হায়দরাবাদ: জামাইয়ের মন জিততে সুস্বাদু খাবারই একমাত্র হাতিয়ার ! গোটা দেশের শাশুড়িরা এটাই বরাবর বিশ্বাস করেন ৷ আর তাই তো সুযোগ পেলেই জামাইকে পাত পেড়ে খাওয়াতে যে কোনও চ্যালেঞ্জ হাতে তুলে নেন তাঁরা ৷ তা বলে জামাইয়ের জন্য ৬৭ রকম পদ !
হ্যাঁ, এরকমই এক কাণ্ড ঘটিয়ে ফেললেন অন্ধ্রপ্রদেশের এক শাশুড়ি ৷ যিনি তাঁর জামাইয়ের জন্য রেঁধে ফেললেন ৬৭ রকম পদ ৷ আর যা দেখে জামাই বাবাজির চক্ষু ছানা বড়া !সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই এক ভিডিও আপলোড হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে এই শাশুড়ির কাণ্ড ৷ ট্যুইটারে যিনি এই ভিডিও আপলোড করেছেন তিনি লিখেছেন, ‘এই মহিলা ৬৭ রকমের পদ বানিয়েছে তাঁর জামাইয়ের জন্য ৷ সঙ্গে অবশ্যই রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, স্টাটার, চাট ও পাত শেষের মিষ্টিও ৷ ’This lady has prepared a 67-item Andhra five-course lunch for her visiting son-in-law, consisting of a welcome drink, starters, chaat, main course and desserts! Wow! #banquet pic.twitter.com/Li9B4iNFvc
— Ananth Rupanagudi (@rananth) July 8, 2020