#মুম্বই: বাড়ি থেকে কাজ শুনতে সহজ মনে হলেও ধকল দ্বিগুণ৷ বিশেষ করে কাজের সময় বেড়ে যায় অনেকটাই এবং মনসংযোগেও সমস্যা হতে পারে মাঝেমধ্যে৷ তবে তারমধ্যেও বাড়িতে বসে কাজের কিছু সুবিধা তো রয়েছেই৷ একেবারে চেনা গন্ডির মধ্যে নিজের মতো করা কাজ করার আরামই আলাদা৷ তার ওপর ঘরোয়া পোশাকে আরাম৷ একথা নিজেই জানিয়েছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা৷ তিনি বলেছেন যে কখনও কখনও Work From Home-এ হওয়া বিজনেস কনফারেন্সে তিনি লুঙ্গির ওপর শার্ট পরে বেসেছেন৷ অর্থাৎ ল্যাপটপ স্ক্রিনে তিনি কেতাদুরস্ত হলেও আদতে ঘরের আরামেই করেছেন কাজ৷
লকডাউনে Work From Home-র সংখ্যা বেড়ে বহুগুণ৷ বহু অফিসই এখন বন্ধ৷ কর্মীরা কাজ করছেন বাড়ি থেকেই৷ সে নিয়ে নানা মজার ভিডিও ও মিম বাজারে হিট৷ ভাবনা ও বাস্তবের তফাত তুলে ধরা হয়েছে এই সব ছবি বা ভিডিওতে৷ দেখুন, আর হাসুন৷
On a lighter note, this is from my #whatsappwonderbox. And I have a confession to make:On some Video Calls from home, I DID wear a lungi under my shirt. Didn’t have to stand up at any point during the meetings, but I suspect my colleagues may ask me to do so after this tweet! pic.twitter.com/e1IElefNaa
— anand mahindra (@anandmahindra) April 5, 2020
So, this was you sirji pic.twitter.com/anS8xnQPhB
— Dinesh Choudhary (@dineshaol) April 5, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID19, Lockdown, Work From Home