corona virus btn
corona virus btn
Loading

লুঙ্গি পরে ল্যাপটপের সামনে বিন্দাস চলছে Work From Home!শিল্পপতির কথা চমকালেন সকলে

লুঙ্গি পরে ল্যাপটপের সামনে বিন্দাস চলছে Work From Home!শিল্পপতির কথা চমকালেন সকলে

তিনি আর কেউ নন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা!

  • Share this:

#মুম্বই: বাড়ি থেকে কাজ শুনতে সহজ মনে হলেও ধকল দ্বিগুণ৷ বিশেষ করে কাজের সময় বেড়ে যায় অনেকটাই এবং মনসংযোগেও সমস্যা হতে পারে মাঝেমধ্যে৷ তবে তারমধ্যেও বাড়িতে বসে কাজের কিছু সুবিধা তো রয়েছেই৷ একেবারে চেনা গন্ডির মধ্যে নিজের মতো করা কাজ করার আরামই আলাদা৷ তার ওপর ঘরোয়া পোশাকে আরাম৷ একথা নিজেই জানিয়েছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা৷ তিনি বলেছেন যে কখনও কখনও Work From Home-এ হওয়া বিজনেস কনফারেন্সে তিনি লুঙ্গির ওপর শার্ট পরে বেসেছেন৷ অর্থাৎ ল্যাপটপ স্ক্রিনে তিনি কেতাদুরস্ত হলেও আদতে ঘরের আরামেই করেছেন কাজ৷

লকডাউনে Work From Home-র সংখ্যা বেড়ে বহুগুণ৷ বহু অফিসই এখন বন্ধ৷ কর্মীরা কাজ করছেন বাড়ি থেকেই৷ সে নিয়ে নানা মজার ভিডিও ও মিম বাজারে হিট৷ ভাবনা ও বাস্তবের তফাত তুলে ধরা হয়েছে এই সব ছবি বা ভিডিওতে৷ দেখুন, আর হাসুন৷

First published: April 7, 2020, 12:23 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर