বেঙ্গালুরু: বেঙ্গালুরু থেকে ৩০০ কিমি দূরে গ্রাম ৷ লকডাউনে ছেলের ওষুধ আনাটাই কঠিন হয়ে পড়েছিল ৷ কিন্তু ছেলে ওষুধ পাবে না, তা কী হয় ৷ তাই সাইকেল নিয়েই শেষপর্যন্ত বেরিয়ে পড়লেন বাবা ৷ প্রায় ৩০০ কিমি সাইকেল চালিয়ে শহরে গিয়ে ছেলের জন্য ওষুধ নিয়ে এলেন তিনি ৷ ৪৫ বছরের কর্ণাটকের আনন্দের এই খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে ৷
সংবাদসংস্থা এএনআই-কে আনন্দ জানান, ‘‘ আমি গ্রামেই ছেলের জন্য ওষুধের খোঁজ করেছিলাম ৷ কিন্তু তা পায়নি ৷ আমার ছেলের একদিনও ওষুধ না খেলে চলে না ৷ তাই শেষপর্যন্ত সাইকেল নিয়েই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হই ৷ প্রায় ৩ দিন লেগেছিল পৌঁছতে ৷ ’’
Karnataka: A 45-year-old Anand, a resident of Koppalu village in Mysore cycles 300 km to Bengaluru to bring his son's medicine
"I asked for my son's medicines here but couldn't find it. He can't skip medicines even for a day. I went to Bengaluru & it took me 3 days," says Anand pic.twitter.com/nnAUBIBqna — ANI (@ANI) June 1, 2021
লকডাউনে মহীষূরের ছোট্ট এই গ্রাম থেকে বেঙ্গালুরু পৌঁছনোর কোনও যানবাহনই নেই ৷ আর কোনও প্রাইভেট গাড়ি ভাড়া করার মতো টাকাও ছিল না আনন্দের কাছে ৷ তাই আর দেরি না করে ছেলের ওষুধের জন্য সাইকেল নিয়েই বেরিয়ে পড়েন বাবা ৷ আনন্দের ছেলে ছোটবেলা থেকেই জটিল রোগে ভুগছে ৷ চিকিৎসকরা জানিয়েই দিয়েছেন ১৮ বছর বয়স পর্যন্ত কিছু নির্দিষ্ট ওষুধ খাওয়া চালিয়ে যেতেই হবে তাকে ৷ কিন্তু করোনাকালে সব কিছুতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ গ্রামে সবরকম সুযোগ-সুবিধা নেই ৷ তাই ওষুধের জন্য সাইকেলে চেপে ৩০০ কিমি পাড়ি দিয়ে বেঙ্গালুরু পৌঁছন আনন্দ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karnataka