হোম /খবর /দেশ /
লকডাউনে ছেলের জন্য ওষুধ আনতে ৩০০ কিমি সাইকেল চালিয়ে শহরে পৌঁছলেন বাবা !

Karnataka: লকডাউনে ছেলের জন্য ওষুধ আনতে ৩০০ কিমি সাইকেল চালিয়ে শহরে পৌঁছলেন বাবা !

Photo Courtesy: ANI

Photo Courtesy: ANI

লকডাউনে মহীষূরের ছোট্ট এই গ্রাম থেকে বেঙ্গালুরু পৌঁছনোর কোনও যানবাহনই নেই ৷ আর কোনও প্রাইভেট গাড়ি ভাড়া করার মতো টাকাও ছিল না আনন্দের কাছে ৷

  • Last Updated :
  • Share this:

বেঙ্গালুরু: বেঙ্গালুরু থেকে ৩০০ কিমি দূরে গ্রাম ৷ লকডাউনে ছেলের ওষুধ আনাটাই কঠিন হয়ে পড়েছিল ৷ কিন্তু ছেলে ওষুধ পাবে না, তা কী হয় ৷ তাই সাইকেল নিয়েই শেষপর্যন্ত বেরিয়ে পড়লেন বাবা ৷ প্রায় ৩০০ কিমি সাইকেল চালিয়ে শহরে গিয়ে ছেলের জন্য ওষুধ নিয়ে এলেন তিনি ৷ ৪৫ বছরের কর্ণাটকের আনন্দের এই খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে ৷

সংবাদসংস্থা এএনআই-কে আনন্দ জানান, ‘‘ আমি গ্রামেই ছেলের জন্য ওষুধের খোঁজ করেছিলাম ৷ কিন্তু তা পায়নি ৷ আমার ছেলের একদিনও ওষুধ না খেলে চলে না ৷ তাই শেষপর্যন্ত সাইকেল নিয়েই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হই ৷ প্রায় ৩ দিন লেগেছিল পৌঁছতে ৷ ’’

লকডাউনে মহীষূরের ছোট্ট এই গ্রাম থেকে বেঙ্গালুরু পৌঁছনোর কোনও যানবাহনই নেই ৷ আর কোনও প্রাইভেট গাড়ি ভাড়া করার মতো টাকাও ছিল না আনন্দের কাছে ৷ তাই আর দেরি না করে ছেলের ওষুধের জন্য সাইকেল নিয়েই বেরিয়ে পড়েন বাবা ৷ আনন্দের ছেলে ছোটবেলা থেকেই জটিল রোগে ভুগছে ৷ চিকিৎসকরা জানিয়েই দিয়েছেন ১৮ বছর বয়স পর্যন্ত কিছু নির্দিষ্ট ওষুধ খাওয়া চালিয়ে যেতেই হবে তাকে ৷ কিন্তু করোনাকালে সব কিছুতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ গ্রামে সবরকম সুযোগ-সুবিধা নেই ৷ তাই ওষুধের জন্য সাইকেলে চেপে  ৩০০ কিমি পাড়ি দিয়ে বেঙ্গালুরু পৌঁছন আনন্দ ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Karnataka