• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পাক সেনার বর্বরতার পাল্টা জবাব, ২ পাক সেনা ছাউনি গুঁড়িয়ে দিল ভারত

পাক সেনার বর্বরতার পাল্টা জবাব, ২ পাক সেনা ছাউনি গুঁড়িয়ে দিল ভারত

পাকিস্তান সেনার বর্বরতার যোগ্য জবাব দিল ভারত ৷

পাকিস্তান সেনার বর্বরতার যোগ্য জবাব দিল ভারত ৷

পাকিস্তান সেনার বর্বরতার যোগ্য জবাব দিল ভারত ৷

 • Share this:

  #জম্মু ও নয়াদিল্লি: পাকিস্তান সেনার বর্বরতার যোগ্য জবাব দিল ভারত ৷ দুই ভারতীয় জওয়ানের মুন্ডুচ্ছেদের জবাব দিতে পাল্টা আক্রমণ ভারতের ৷ ভারতীয় সেনার আক্রমণে ধুলিসাৎ দুটি পাক সেনা ছাউনি ৷ ঘটনায় কমপক্ষে সাত পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর ৷

  রবিবার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে দুই জওয়ানকে হত্যা করার পর, জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে শহিদদের মুণ্ডুচ্ছেদ করে নিজেদের সঙ্গে নিয়ে ফিরে যায় পাক সেনাবাহিনী ৷ গোটা ঘটনার তীব্র নিন্দা করে ভারত জানায়, এই ঘটনার বদলা নিতেই হবে ৷ এই ঘটনার যোগ্য জবাব পাকিস্তানকে দিতে হবে বলে এই বিবৃতিতে জানায় সেনার নর্দান কম্যান্ড ৷ সেই মতোই শুরু হয় ভারতীয় সেনার প্রত্যুত্তর ৷

  এদিন ভারতীয় ভূখন্ডের অন্তর্গত কিরপান ও পিম্পল সেনা পোস্ট থেকে লাগাতার আক্রমণ চালানো শুরু করে ভারত ৷ ভারতীয় বাঙ্কারের গোলায় ধূলিসাৎ হয়ে যায় দুই পাক সেনা ছাউনি ৷ সেনা সূত্রে খবর, ছাউনি দুটিতে আশ্রয় নেওয়া ৬৪৮ মুজাহিদ্দিন জওয়ান ছাড়াও কমপক্ষে ৭-৮ জন পাক সেনার মৃত্যু হয়েছে ৷ এছাড়াও আহত বেশ কয়েকজন পাক রেঞ্জার্স ৷

  First published: