corona virus btn
corona virus btn
Loading

ভূমিকম্প বানভাসি অসমে! কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪.১

ভূমিকম্প বানভাসি অসমে! কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪.১
বৃহস্পতিবার সকালে কেঁপে ওঠে করিমগঞ্জ।

গত কয়েক মাসে বারবার ভূমিকম্প হচ্ছে উত্তরপূর্ব ভারতে। গুয়াহাটি-সহ অসমের একাংশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং মিজোরাম কেঁপে উঠছে বারংবার ৷

  • Share this:

#গুয়াহাটি: দুর্যোগ আর পিছু ছাড়ছে না অসমের। বন্যার জেরে ইতিমধ্যেই ৭৬ জনের মৃত্যু হয়েছে৷ ২২ লক্ষ মানুষ বন্যা কবলিত৷  ২৭টি জেলার বিস্তীর্ণ অংশ জলের তলায়৷ এরই মধ্যে বৃহস্পতিবার সকালে কেঁপে উঠল অসমের একাংশ।

এ দিন সকাল ৭.৫৭ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় অসমের করিমগঞ্জে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১। এখনও পর্যন্ত খবর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সকাল সকাল ভূমিকম্প অনুভূত হওয়ায় সন্ত্রস্ত মানুষ রাস্তায় নেমে আসেন।

গত কয়েক মাসে বারবার ভূমিকম্প হচ্ছে উত্তরপূর্ব ভারতে। গুয়াহাটি-সহ অসমের একাংশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং মিজোরাম কেঁপে উঠছে বারংবার ৷ দিন দুয়েক আগেই ভূমিকম্প অনুভূত হয় নাগাল্যান্ডে। ভূ-বিজ্ঞানীরা মনে করছেন, এই ছোট ছোট কম্পন কোনও ব্যাপক কম্পনের ইঙ্গিত।

Published by: Arka Deb
First published: July 16, 2020, 9:27 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर