Home /News /national /
আবার ভূমিকম্প উত্তর-পূর্বে! এবার নাগাল্যান্ড, আতঙ্কে এলাকাবাসী

আবার ভূমিকম্প উত্তর-পূর্বে! এবার নাগাল্যান্ড, আতঙ্কে এলাকাবাসী

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নাগাল্যান্ড।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নাগাল্যান্ড।

দিল্লি থেকে উত্তর-পূর্ব ভারত প্রায়শই কম্পন অনুভূত হচ্ছে। গত একমাসে শুধু মিজোরামেই অন্তত ৮ বার শক্তিশালী ভূমিকম্প হয়েছে ৷

 • Share this:

  #নাগাল্যান্ড: ঘড়ির কাঁটায় সকাল ৮টা ৩২ মিনিট। জনজীবন শুরু হতে না হতেই ভূমিকম্পে কেঁপে উঠল নাগাল্যান্ড। এ দিন নাগাল্যান্ডের লংলেং জেলায় ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির-র দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

  দেশের বিভিন্ন অংশ থেকে রোজই মিলছে ভূমিকম্প ৷ দিল্লি থেকে উত্তর-পূর্ব ভারত প্রায়শই কম্পন অনুভূত হচ্ছে। গত একমাসে শুধু মিজোরামেই অন্তত ৮ বার শক্তিশালী ভূমিকম্প হয়েছে ৷

  নাগাল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছিল গত ২৩ জুন। সেবার কম্পাঙ্ক ছিল রিখটার স্কেলে ২.৮।

  Published by:Arka Deb
  First published:

  Tags: Earthquake

  পরবর্তী খবর