অন্ধ্রপ্রদেশ: টেসলার মতো বিশ্বের তাবড় কোম্পানিগুলি যেখানে কোটি কোটি টাকা খরচ করছে ইলেকট্রিক ভেহিক্যাল বানানোর জন্য খরচ করছে, সেখানে অন্ধ্রপ্রদেশের এক অটো চালক একেবারে কম খরচে ইলেকট্রিক ভেহিক্যাল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে৷ খুব সামান্য কিছু জিনিসপত্র দিয়েই তিনি এই গাড়ি বানিয়েছেন৷ অন্ধ্রপ্রদেশের বঙ্কুরু গ্রামের একেবারে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বেচুপল্লি নামের ওই ব্যক্তির আবিষ্কারে মুগ্ধ গোটা দেশ৷
বরাবরই নিজের একটি গাড়ি কেনার শখ ছিল৷ তবে পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে সেই আশা বদলেছিল নিরাশায়৷ কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না বেচুপল্লি৷ কিনতে পারবেন না, তাতে কি? নিজেই বানবেন গাড়ি৷ প্রথম সফলতা এল অটোর হাত ধরেই৷ ব্যাটারিচালিত অটোকে ইলেকট্রিক চালিত যানে পরিণত করলেন তিনি৷ এই সফলতা তাঁর মনোবল বাড়িয়ে দেয়৷ তিনি এর পর একটি ইলেকট্রিক ভেহিক্যাল অর্থাৎ বিদ্যুৎ চালিত গাড়ি তৈরি করলেন, যা আসলে ব্যাটারি চালিত৷
বেচুপল্লির তৈরি গাড়ি একবার মাত্র চার্জেই এক কিলোমিটার পথ পাড়ি দিতে পারে৷ দুর্দান্ত এই গাড়ি বানিয়ে তিনি নিজের এলাকায় এখন বিখ্যাত হয়ে উঠেছেন৷ তাঁর নিজ হাতে প্রস্তুত এই গাড়ির দামও একেবারে সাধ্যের মধ্যে। মাত্র ১,২০,০০০ টাকা৷
সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত একটি কার্নিভালে তাঁর গাড়িটি প্রদর্শিত হওয়ার পর বঙ্কুরুর আশপাশের এলাকার লোকজন এখন বেচুপল্লীর তৈরি গাড়িটি দেখতে ভিড় জমাচ্ছেন৷
আরও পড়ুন: অর্ধেক দামে মিলছে ওষুধ! ছত্তিশগড় সরকারের বিশেষ উদ্যোগ অনেকের চিন্তা কমিয়েছে
কী কী ক্ষমতা রয়েছে এই বিশেষ গাড়ির? বেচুপল্লি জানাচ্ছেন, তাঁর এই গাড়িটি কৃষি কাজের জন্য ব্যবহার করা যেতে পারে৷ সঙ্গে গ্রামের প্রত্যন্ত রাস্তাতেও ১০০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে৷ ৫ কুইন্টাল পর্যন্ত ওজন বহন করার ক্ষমতা রয়েছে এই বিশেষ গাড়ির৷
যতই বাধা থাক না কেন, ইচ্ছার জোরে নিজের সমস্ত স্বপ্ন পূরণ করা যায়, অসাধ্য সাধন করা যায়৷ এ কথা বাস্তবে আবার প্রমাণ করলেন ইলেকট্রিক ভেহিক্যাল নির্মাতা বেচুপল্লি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Andhra Pradesh, National News