• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • AMRAPALI GROUP DIVERTED HOMEBUYERS MONEY TO DHONIS FIRM SAYS SUPREME COURT

আম্রপালি কোটি কোটি টাকা সরিয়েছে ধোনির স্ত্রী সাক্ষীর সংস্থায়, জানাল সুপ্রিম কোর্ট

এমএস ধোনি ও সাক্ষী ধোনি

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ধোনির সংস্থা রিটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে আম্রপালির এই সেটিং প্রকাশ্যে আসে শীর্ষ আদালতের নির্দেশে একটি ফরেনসিক অডিটে ২০১৮ সালে৷

 • Share this:

  #নয়াদিল্লি: আম্রপালি গ্রুপ বাড়ি ক্রেতাদের থেকে নেওয়া টাকা ডাইভার্ট করেছিল এমএস ধোনি ও সাক্ষী ধোনির সংস্থায়৷ জানাল সুপ্রিম কোর্ট৷ ফলে নয়ডার আম্রপালি আবাসন প্রকল্প মামলায় নাম জড়াল ধোনির সংস্থারও৷ মঙ্গলবারই নয়ডার আম্রপালি আবাসন প্রকল্প মামলায় প্রকল্পের রেজিস্ট্রেশন বাতিল করার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ ওই প্রকল্পটির ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (NBCC)-কে দায়িত্ব নিতে নির্দেশ দিল শীর্ষ আদালত৷

  সুপ্রিম কোর্ট জানিয়েছে, ধোনির সংস্থা রিটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে আম্রপালির এই সেটিং প্রকাশ্যে আসে শীর্ষ আদালতের নির্দেশে একটি ফরেনসিক অডিটে ২০১৮ সালে৷ অডিটে দেখা গিয়েছে, আম্রপালি গোষ্ঠী রিটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডকে ৪২.২২ কোটি টাকা দিয়েছে ২০০৯ সাল থেকে ২০১৫ সালের মধ্যে৷ রিটি স্পোর্টস-এর ডিরেক্টর মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ধোনি৷ ৩ বছর আগেও আম্রপালি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ধোনি৷

  শীর্ষ আদালতের মন্তব্য, 'আমরা জেনেছি এই সংস্থা (আম্রপালি মাহী) রাঁচিতে একটি প্রজেক্টে জড়িত ছিল৷ একটি মউ-ও স্বাক্ষরিত হয়েছিল দুই পক্ষের মধ্যে৷ যদিও ওই মউ-এর কপি আমাদের হাতে আসেনি৷'

  সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে,নয়ডায় একটি ফ্ল্যাট বুক করা হয়েছিল রিটি স্পোর্টস-এর নামে৷ সেই ফ্ল্যাট বুক করেছিল আম্রপালি সেফায়ার৷

  মঙ্গলবার রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র বলেন, 'আম্রপালি ইতিমধ্যেই অনেক প্রতারণা করেছে ক্রেতাদের সঙ্গে৷ আর প্রতারণা করতে দেওয়া যাবে না৷ গৃহঋণের টাকার সুদও আপাতত নিতে পারবে না ব্যাঙ্ক, যত দিন না বাড়ির চাবি হাতে পাচ্ছেন ক্রেতারা৷'

  First published: