#AmitShahToNews18: সৌরভের সঙ্গে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি: অমিত শাহ

Bangla Editor | News18 Bangla
Updated:Oct 17, 2019 10:02 AM IST
#AmitShahToNews18: সৌরভের সঙ্গে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি: অমিত শাহ
Bangla Editor | News18 Bangla
Updated:Oct 17, 2019 10:02 AM IST

#মুম্বই: বিজেপির লক্ষ্য বাংলা। ২০২১-এ বাংলায় সরকার গড়বে বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে টিম মোদি। নিউজ18 গ্রুপ এডিটর রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি বিজেপি সভাপতি অমিত শাহের। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখ ঠিক হবে পরে। জানালেন বিজেপি সভাপতি।

এদিনের সাক্ষাৎকার পর্বে উঠে আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই সভাপতি হওয়ার প্রসঙ্গও ৷ সেখানে তিনি সাফ জানান, ‘‘ সৌরভের সঙ্গে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি ৷ ভবিষ্যতে অনেক কিছুই ঘটতেই পারে ৷ ’’

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি এবার বিজেপি-র হয়ে প্রচারে দেখা যাবে ? এমন জল্পনা এখন সর্বত্র ৷ এই সম্ভাবনা যদিও আগেই উড়িয়ে দিয়েছিলেন সৌরভ নিজেই ৷ সংবাদসংস্থাকে তিনি জানিয়েছিলেন, ‘‘এমন কিছু ঘটার কোনও সম্ভাবনাই নেই। আমার সঙ্গে কারোর এই বিষয়ে কোনও কথাও হয়নি। কেউ কিছু জানাননি।’’

First published: 09:58:02 AM Oct 17, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर