#নয়াদিল্লি:প্রায় গোটা দেশই ঢেকে গিয়েছে গেরুয়া রংয়ে ৷ বিরোধীদের খুঁজে পাওয়াই দুষ্কর ৷ ম্যাজিক ফিগার ছুঁয়েও জয়ের রথ একাই ছুটিয়ে নিয়ে চলেছে বিজেপি ৷ বিপুল ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পদ্ম শিবির ৷
আর এই জয়ের পিছনের প্রধান দুই কাণ্ডারী যে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এই মুহূর্তে গণণাও প্রায় শেষ পর্যায়ে ৷ ফলাফলের চিত্রটাও বেশ পরিষ্কার ৷ বিজেপির এই অভাবনীয় সাফল্যের পর ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন আমিত শাহ ৷
यह परिणाम विपक्ष द्वारा किये गये दुष्प्रचार, झूठ, व्यक्तिगत आक्षेप और आधारहीन राजनीति के विरुद्ध भारत का जनादेश है।
आज का जनादेश यह भी दिखाता है कि भारत की जनता ने देश से जातिवाद, परिवारवाद और तुष्टिकरण को पूरी तरह से उखाड़ फेंककर विकासवाद और राष्ट्रवाद को चुना है।
भारत को नमन।
— Amit Shah (@AmitShah) May 23, 2019