#AmitShahToNews18: ২০২৪-এর আগেই দেশে NRC, প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিমদের শরনার্থীর মর্যাদা নয়: অমিত শাহ

#AmitShahToNews18: ২০২৪-এর আগেই দেশে NRC, প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিমদের শরনার্থীর মর্যাদা নয়: অমিত শাহ

এনআরসি বাংলায় ভোটের ইস্যু হতে পারে। দেশের বিভিন্ন এলাকায় ডিটেনশন ক্যাম্প। প্রতিবেশী দেশ থেকে মুসলিমরা এসেছেন।

  • Share this:

#নয়াদিল্লি: ২০২৪-এর আগেই সারা দেশে এনআরসি। বাংলায় ভোটের ইস্যু হবে এনআরসি। নিউজ 18 এডিটর ইন চিফকে দেওয়া সাক্ষাৎকারে দাবি বিজেপি সভাপতির। প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিমরা শরনার্থীর মর্যাদা পাবেন না, বললেন অমিত শাহ।

এনআরসি বাংলায় ভোটের ইস্যু হতে পারে। দেশের বিভিন্ন এলাকায় ডিটেনশন ক্যাম্প। প্রতিবেশী দেশ থেকে মুসলিমরা এসেছেন। সেই মুসলিমরা শরনার্থীর মর্যাদা পাবেন না। অ-মুসলিমদের শরনার্থীর মর্যাদা ৷ ‘পাকিস্তান-বাংলাদেশে হিন্দুরা বৈষম্যের শিকার ৷ স্বাধীনতার সময় দু’দেশে ৩০% হিন্দু ছিলেন ৷ বর্তমানে দু’দেশে মাত্র ৬% হিন্দুর বাস ৷ নিউজ18 গ্রুপ এডিটর রাহুল জোশিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি বিজেপি সভাপতি অমিত শাহের।

এর পাশাপাশি তিনি আরও বলেন যে ২০২১-এ বাংলা বিজেপির। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে গেরুয়া শিবির। বাংলায় বিজেপির ১৮ লোকসভা আসন। ২০২১-এ দলের মুখ কে পরে ঠিক হবে। নিউজ18 গ্রুপ এডিটর-ইন-চিফকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য অমিত শাহের।

First published: 10:30:21 AM Oct 17, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर