#নয়াদিল্লি: বাংলার প্রথম দফার ৩০ আসনের ভোট সম্পন্ন হয়েছে। আর রবিবার নয়াদিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। আর প্রথম দফার ভোটের ৩০ আসনের মধ্যে অন্তত ২৬ আসন বিজেপি পাবেই বলে দাবি শাহের। তবে, বাংলায় 'আসল পরিবর্তন' আসবে কোথা থেকে, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। আর অমিতের সেই জায়গাটি হল নন্দীগ্রাম। জমি আন্দোলনকে কেন্দ্র করে সারা ভারতের নজরে আসা নন্দীগ্রামে এবার প্রেস্টিজ ফাইট। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই সূত্রেই অমিত শাহ এদিন বলেছেন, 'নন্দীগ্রামের মানুষদের আমি একটা কথাই বলতে চাই, নন্দীগ্রাম পরিবর্তন করলে গোটা বাংলাতেই পরিবর্তন হয়ে যাবে। তাই আমি নন্দীগ্রামবাসীকে এই আবেদনই করতে চাই যে, নন্দীগ্রাম থেকেই পরিবর্তন শুরু হোক।'
এবারের ভোটকে কেন্দ্র করে বিজেপি আর নির্বাচন কমিশনের যোগসাজশের অভিযোগ তুলে সরব হচ্ছে তৃণমূল। যদিও এদিন অমিত শাহ বলেন, 'বাংলায় এর আগে ভোটে হিংসা আর হানাহানি ছাড়া কিছু দেখা যেত না। কিন্তু এই প্রথম বার বাংলার মানুষ বাংলায় এই ধরনের ভোট দেখলেন। পশ্চিমবঙ্গের মানুষ মোদীজির উপর ভরসা করছেন। তাঁরা চান কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্প বাংলাতেও যেন পাওয়া যায়। তাই তাঁরাই আমাদের ক্ষমতায় আনবেন। এ বিষয়ে আমি নিশ্চিত।'
তবে, নন্দীগ্রামকে যে আলাদা চোখেই দেখছে বিজেপি, তা এদিন ফের স্পষ্ট করেছেন অমিত শাহ। নন্দীগ্রামের ভোটের আগে শেষবেলাতে সেখানে প্রচারে আসছেন শাহ নিজেই। ভোটের দু'দিন আগে ৩০ মার্চ নন্দীগ্রামে অমিত শাহ রোড শো করবেন বলেই খবর। প্রেস্টিজ ফাইটের জন্য স্বাভাবিক ভাবেই নন্দীগ্রাম আসনকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বিজেপি। মনোনয়ন জমা দেওয়ার সময়ও শুভেন্দু অধিকারীর পাশে দেখা গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীদের। স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধানের পর সেখানে সভা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এবার শুভেন্দুর মনোবল বাড়াতে রোড শো করতে পারেন খোদ অমিত শাহ।
রাজনৈতিক মহলের মতে, কদিন আগে কাঁথিতে সভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, 'ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী।' আর এদিন অমিত শাহের নন্দীগ্রামবাসীদের উদ্দেশে অমিত শাহের বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেকেরই মত, নন্দীগ্রাম থেকে শুভেন্দু জিতলে আর বিজেপি সরকার গঠন করলে শুভেন্দুকেও মুখ্যমন্ত্রী পদে দেখা যাওয়ার সম্ভাবনাই এতে আরও জোরাল হল।