#নয়াদিল্লি: রথযাত্রা আয়োজন করা নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছে পুরীতে রথ পালন করা যাবে, তবে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে। শর্ত থাকলেও শেষ পর্যন্ত যে রথযাত্রা পালনের অনুমতি পাওয়া গিয়েছে, তা নিয়ে উচ্ছ্বসিত অনেকেই। তেমনই ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Last evening, as per the instructions of PM @narendramodi, I spoke to Gajapati Maharaj Ji (The King of Puri) and the respected Shankaracharya Ji of Puri and sought their views on the Yatra. This morning, on PM’s instructions, I also spoke to the Solicitor General.
— Amit Shah (@AmitShah) June 22, 2020
তিনি ট্যুইটারে লিখেছেন, ‘আজ আমাদের জন্য, বিশেষত আমাদের ওড়িয়া ভাইবোনেদের জন্য বিশেষ একটি দিন। কারণ, সোমবার মহামান্য সুপ্রিম কোর্ট রথ আয়োজনের অনুমতি দিয়েছেন।’ এছাড়াও প্রশাসনিক স্তর থেকে কীভাবে এই গোটা বিষয়টি পরিচালনা করা হবে, সেটিও ট্যুইটারে লিখেছেন অমিত শাহ।
Today is a special day for all of us, particularly our Odia sisters and brothers as well as devotees of Mahaprabhu Shri Jagannath Ji. The entire nation is delighted by the decision of the Honourable Supreme Court to ensure the Rath Yatra goes on.
जय जगन्नाथ!— Amit Shah (@AmitShah) June 22, 2020
আসলে পুরীর রথযাত্রা কেবল মাত্র একটি উৎসব নয়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে এর এক আত্মীক সম্পর্ক জড়িয়ে আছে। নিয়ম আছে, যদি এই বছর, অর্থাৎ ২৩ জুন রথের চাকা না ঘোরে, তাহলে আগামী ১২ বছর রথ চালানো যাবে না। এই নিয়মের বেড়াজালেই আশঙ্কা বেড়েছে। তাই একবার শীর্ষ আদালতের নির্দেশের পরেও ফের আদালতে আবেদন করা হয়। যার ফলাফল এল সোমবার।