#আহমেদাবাদ: তিন দিনের গুজরাত সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে (Jagannath temple in Ahmedabad ) রথযাত্রা (Ratha Yatra) উপলক্ষে আরতি করলেন তিনি। মন্দিরের একটি হাতিকে নিজে হাতে খাইয়েও দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার এই মন্দিরে বার্ষিক রথযাত্রার (Rath Yatra) পুজো সম্পন্ন হবে। তার আগেই সেখানে আরতি করে পুজোর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
করোনাভাইরাসের অতিমারির আবহেই ১৯ কিলোমিটার যাত্রা করবে রথ। তবে ১২ ঘণ্টা ধরে যে পুজো প্রতি বছর করা হয়, সেটি কাটছাঁট করে এবার ৪-৫ ঘণ্টার মধ্যেই শেষ করা হবে বলে জানা গিয়েছে। রবিবার জগন্নাথ মন্দিরে ভক্তদের সঙ্গে মাটিতে বসেই আরতি করেন অমিত শাহ। পরে মন্দিরের একটি হাতিকে নিতে হাতে কলা ও আখ খাইয়ে দেন উচ্ছ্বসিত মন্ত্রী। সেই হাতি খাবার খেয়ে মন্ত্রীকে আশীর্বাদ করে। দৃশ্য দেখে সেই সময় ফটো তোলার ধুম পড়ে যায়।
#WATCH | Gujarat: Union Minister Amit Shah performs 'arti' at Jagannath Temple in Ahmedabad ahead of Rath Yatra pic.twitter.com/QMO94gwem0
— ANI (@ANI) July 11, 2021
#WATCH | Gujarat: Union Minister Amit Shah feeds a temple elephant at Ahmedabad's Jagannath Temple pic.twitter.com/BC9xlgDHu2
— ANI (@ANI) July 11, 2021
এবারের রথযাত্রায় কোভিড বিধি মেনেই সম্পন্ন হবে পুজো। কোনও ভক্তসমাগম ছাড়াই হবে রথযাত্রা। তার জন্যে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেখানে। পদযাত্রায় কোনও ট্রুপ বা ভক্তদের যেতে দেওয়া হচ্ছে না এই বছর। সরকারের তরফে টেলিভিশনের পর্দাতেই রথযাত্রা দেখার অনুরোধ করা হয়েছে ভক্তদের।
গত বছরও গুজরাত হাইকোর্টের তরফে রথের পদযাত্রা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। করোনার অতিমারির কারণেই এবারও কোনও রকম ভক্তসমাগম ও অনুষ্ঠান ছাড়াই হবে মন্দিরের পুজো ও যাত্রা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Gujarat, Rath Yatra