#মেদিনীপুর: মেদিনীপুরে কলেজ মাঠে ‘শাহি শো’তে শুভেন্দু গ্র্যান্ড এন্ট্রি৷ জননেতাকে বিজেপিতে বরণ করেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ অমিত শাহের ৷ বললেন, ‘এই তো সবে শুরু ৷ দিদি ভোট আসতে আসতে দলে শুধু আপনি একাই রয়ে যাবেন ৷’ শুধু তাই সুর আরও একধাপ চড়িয়ে তৃণমূল নেত্রীর উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, ‘২০০-এর বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি ৷’
সভামঞ্চ থেকে শুভেন্দুর প্রশংসার সঙ্গে সঙ্গে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে প্রবল আক্রমণের সুর শাহের গলায় ৷ বলেন, 'শুভেন্দুর নেতৃত্বে আজ সব দলের ভালো লোকেরা বিজেপিতে এলেন। মমতা দি যখন কংগ্রেস ভেঙে তৃণমূল করলেন, তখন দলবদল ছিল না ওটা? আজ শুভেন্দু এলেন, সেটা দলবদল মনে হচ্ছে?’
শাসক শিবির ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের কেন্দ্রের প্রকল্প বাধা দেওয়ার অভিযোগ মেদিনীপুরের কলেজ মাঠ থেকেও তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, ‘কৃষকদের কী দোষ? নরেন্দ্র মোদী যে টাকা পাঠাচ্ছেন, তার কোনও সুবিধা পাচ্ছে না এই বাংলার মানুষ। মমতা দি যতদিন থাকবেন, এটাই চলবে। তৃণমূলকে উৎখাত না করলে সেই সুবিধা কখনই পাবে না বাংলার মানুষ ৷’ এরপরই বাংলার মানুষের কাছে শাহের অনুরোধ, ‘কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, বামেদের ৩৪ বছর দিয়েছেন, তৃণমূলকেও দশ বছর দিয়েছেন ৷ বিজেপিকে সুযোগ দিন ৷ কথা দিচ্ছি সোনার বাংলা গড়ে দেব আমরা ৷’
জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে এনে তৃণমূলকে শাহের হুঁশিয়ারি, ‘ভয় দেখিয়ে হামলা করে বিজেপিকে রোখা যাবে না ৷ আমাদের ৩০০ কর্মীকে খুন করেছে তৃণমূল ৷ এভাবে ভয় পাবে না বিজেপি ৷ ২০০ আসন নিয়ে ফিরব ক্ষমতায় ৷ ’