#নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপরেই যে তাঁদের আস্থা রয়েছে, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্পষ্ট করে দিলেন, বিহার নির্বাচনে বিজেপি বেশি আসন পেলেও মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই৷
এই বক্তব্যের মধ্যে দিয়েই বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি-র সঙ্গে জোটসঙ্গী জেডিইউ-এর সম্পর্কে ফাটলের জল্পনাতেও ইতি টানলেন অমিত শাহ৷ তিনি বলেন, 'কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন৷ আমি এই সমস্ত বিভ্রান্তিতে আজ ইতি টেনে দিচ্ছি৷ নীতীশ কুমারই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন৷' তিনি আরও দাবি করেন, গোটা দেশের মতোই বিহারেও প্রবল মোদি হাওয়া রয়েছে এবং জোটসঙ্গীরাও এর সুফল পাবে৷ তিনি আরও যোগ করেন, 'নীতীশ কুমার আমাদের পুরনো সঙ্গী৷ জোট ভাঙার কোনও প্রশ্নই ওঠে না৷'
"Nitish Kumar will be next CM of Bihar, regardless of who wins more seats," @AmitShah tells me in his first extensive interview in over 4 months. #AmitShahToNews18 tonight at 9, across the News18 Network. pic.twitter.com/72DbaeR4N9
— Rahul Joshi (@18RahulJoshi) October 17, 2020
নিউজ ১৮ নেটওয়ার্কের এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ দিন অমিত শাহ এমনও দাবি করেন, এমনও হতে পারে বিহারে বিজেপি জেডিইউ-এর তুলনায় বেশি আসন পেল৷ সেক্ষেত্রেও নীতীশই হবেন বিহারের মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, দলের যে নেতারা সম্প্রতি বিহারে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন যে বিহারে এনডিএ জোটের পক্ষে ইতিবাচক মনোভাব রয়েছে মানুষের৷ কারণ, করোনা অতিমারি এবং লকডাউনের সময় প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলি ঘোষণা করেছেন, সেগুলির মাধ্যমে বিহারের মানুষের কাছে দ্রুত ত্রাণ এবং অর্থ পৌঁছে গিয়েছে৷
ইতিমধ্যেই বিহারে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে এলজেপি৷ এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, এলজেপি-কে তাদের প্রাপ্য় আসন দেওয়া হয়েছিল৷ এমন কি, তিনি নিজে চিরাগ পাসোয়ানের সঙ্গে কথাও বলেছিলেন৷ জোট ভাঙার জন্য এলজেপি-কেই দায়ী করেছেন অমিত শাহ৷