হোম /খবর /দেশ /
হনুমান জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন অমিত শাহ

হনুমান জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন অমিত শাহ

ট্যুইটারে তিনি লিখেছেন, সমস্ত দেশবাসীকে হনুমান জয়ন্তী অনেক শুভেচ্ছা

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আজ, বুধবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে এ ব্যাপারে শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, 'সমস্ত দেশবাসীকে হনুমান জয়ন্তী অনেক শুভেচ্ছা'।

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটারে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন,' জীবনের যে কোনওরকম কঠিন বাধা পেরোতে ভগবান হনুমান আমাদের সহায় হোন, শক্তি দিন।'

ভগবান হনুমানের জন্মদিনটিকে ভারতে হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হয়। চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব। প্রত্যেক বছর মহা ধুমধাম সহকারে এই দিনটি পালন করা হয়। তবে এবছর করোনা ভাইরাসের (COVID-19) কারণে এই আড়ম্বর পূর্ন জাকজমকে কিছুটা হলেও ক্ষামতি দেখা দেবে।

এই দিন লাল কাপড় পরানো হয় হনুমানের বিগ্রহে। ফুল দিয়ে সাজানো হয়। নৈবেদ্যতে দেওয়া হয় লাড্ডু, হালুয়া ও কলা। প্রচলিত ধারণা হল, তিনটিই রামভক্ত হনুমানের প্রিয় খাদ্য।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Amit Shah, Hanuman jayanti