#নয়াদিল্লি: আগামী রবিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট ৷ এ রাজ্যে ভোট পর্ব সম্পন্ন হবে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বিষ্ণুপুর, ঝাড়গ্রামে ৷ ষষ্ঠ দফার ভোট নিয়ে তাই তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের পাখির চোখ এই অঞ্চলেই ৷ আজ, মঙ্গলবার রাজ্যে প্রচারে এসেছিলেন বিজেপি অধ্যক্ষ অমিত শাহ। তবে পশ্চিমবঙ্গ সম্পর্কে এই বিজেপি নেতার একেবারে অন্য একটি মত রয়েছে। বাংলায় ভোট নিয়ে যে রাজনীতি বা হিংসা চলছে তা গণতন্ত্রের জন্য সঠিক মনে করেন না তিনি।
নিউজ18 ইন্ডিয়াকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, "বাংলায় এর আগে অনেক বছর ধরে কমিউনিস্টদের শাসন ছিল। তখন কমিউনিস্টরা বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে হিংসা নিয়ে আসেন। তখন মানুষ সেই রাজনীতির পরিবর্তন করার জন্য, বাংলা থেকে হিংসাকে মুছে ফেলতেই দিদিকে নিয়ে আসেন। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে একই পন্থা অবলম্বন করে। বাংলার মানুষ তৃণমূলকে পরিবর্তনের জন্য এনেছিলেন। কিন্তু এখন তাঁদের মনে হচ্ছে এর থেকে তো কমিউনিস্ট ভাল ছিল। এই জন্যই আমি যখনই বাংলায় যাই সেখানকার মানুষকে অনুরোধ করি যে আপনারা কংগ্রেস, কমিউনিস্ট ও তৃণমূলকে তো সুযোগ দিয়ে দেখলেন। অনেক দিন ধরে তাঁদের সবাইকে আপনারা সুযোগ দেওয়া সত্ত্বেও তাঁরা কেউ কিন্তু আপনাদের হিংসার রাজনীতি থেকে মুক্তি দিতে পারেনি। তাই বাংলার মানুষকে আমি বলবো বিজেপি এমন একটা দল যারা সব সময় হিংসার রাজনীতি থেকে দূরে থেকেছে। কখনও তাঁরা হিংসার রাজনীতি করেনি। এবার তাঁদের সুযোগ দিন। বাংলায় বিজেপি জিতলে কোনও হিংসা থাকবে না।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, EXclusive Interview, Lok Sabha elections 2019